সংক্ষিপ্ত
- দেশজুড়ে পালিত হচ্ছে হোলি
- মথুরায় উপচে পড়ছে ভক্তদের ভিড়
- মহাকাল মন্দিরে বিশেষ পুজোর আয়োজন
- ফুল দিয়ে হোলি খেললেন কিরণ বেদি
দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে করোনা আক্রান্ত। প্রতিদিনিউ বাড়ছে রোগীর সংখ্যা। এই অবস্থায় ভিড় এড়িয়ে যাওয়ার কথা বলছে প্রশাসন। আর এর মাঝেই রঙের উৎসব। উত্তরভারতে এই রঙের উৎসব প্রতিবছরই এক আলাদা মাত্রা পেয়ে থাকে। এবার করোনা আতঙ্কের মধ্যেও তাই গুলালের রঙে রঙিন হল ব্রজভূমি। সকাল থেকে মথুরায় মন্দিরে মন্দিরে ভক্তরা ভিড় জমিয়েছেন হোলি খেলতে।
বাঁকে বিহারী মন্দির ছিল ভক্তদের ভিড়ে কানায় কানায় ভর্তি।
কাশী বিশ্বনাথ মন্দিরের জন্য বিখ্যাত বারাণসীতেও রঙের উৎসব ঘিরে চোখে পড়েছে উন্মাদনা। সঙ্গে বারাণসীর নিজস্ব ঐতিহ্য মেনে বসেছিল শাস্ত্রীয় সঙ্গীতের আসরও।
মধ্যপ্রদেশে রাজনৈতিক উত্তরজনা চলছে চরমে। এর মধ্যেই লেগেছে রঙের হাওয়া। উজ্জয়িনীর বিখ্যাত মহাকাল মন্দিরে ভগবান শিবের সঙ্গে রঙ খেললেন ভক্তরা।
হিমাচলপ্রদেশের কিন্নর প্রদেশে সেখানকার মানুষ আবার এদিন মেতেছিলেন স্থানীয় ঐতিহ্যবাগী ফাগলি উৎসবে।
এসবের মাঝে একেবারে অন্য মেজাজে পাওয়া গেল পুদুচেরির রাজ্যপাল তথা প্রাক্তন আইপিএস আধিকারিক কিরণ বেদিকে। রাজভবনে সকলের সঙ্গে ফুল দিয়ে হোলির উৎসবে মাতলেন তিনি।