India Pakistan Conflict: ভারত-পাক সম্পর্কে চলছে চূড়ান্ত টানাপোড়েন। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বড় নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক। 

India Pakistan Conflict: ভারত এবং পাকিস্তানের মধ্যে তীব্র সংঘাতের আবহ। আর তার মাঝেই দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জরুরি অবস্থা জারি করার ক্ষমতা বলবৎ করার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (india strikes pakistan)। 

কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের মন্ত্রক শুক্রবার, দেশের প্রত্যেক রাজ্যের মুখ্যসচিব এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসকদের চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে যে, ১৯৬৮ সালের অসামরিক প্রতিরক্ষা বিধির ১১ নম্বর ধারায় প্রদত্ত জরুরি অবস্থার ক্ষমতা দ্রুত বলবৎ করুন (operation sindhoor)।

অসামরিক প্রতিরক্ষা বিধির ১১ নম্বর ধারা কী বলছে? 

১। দেশের জনগণ এবং সম্পত্তি রক্ষা করতে প্রয়োজনমতো জরুরি পদক্ষেপ নিতে পারবে রাজ্য (operation sindoor india)। 

২। জরুরি পরিস্থিতিতেও যাতে জল, বিদ্যুৎ, হাসপাতাল পরিষেবা এবং যোগাযোগ ব্যবস্থা সচল থাকে, সেই জন্য যে কোনও রকমের পদক্ষেপ নিতে পারবে রাজ্য। 

৩। অসামরিক প্রতিরক্ষার জন্য যদি কোনও সরঞ্জাম কেনার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে এমন কোনও নিয়ম মানার প্রয়োজন নেই, যাতে গোটা বিষয়টিতে দেরি হয়ে যায়। সহজ ভাষায় বলতে গেলে, কোনও হামলার ঘটনা ঘটলে রাজ্যগুলি যাতে দ্রুত এবং সুষ্ঠুভাবে যে কোনও সিদ্ধান্ত নিতে পারে, তা নিশ্চিত করতেই এবার তাদের এই ক্ষমতা দিল কেন্দ্র (india pak)।

কখন এইরকম সিদ্ধান্ত নেওয়া হয়?

সাধারণত যুদ্ধ পরিস্থিতির মতো কোনও জরুরি পরিস্থিতি আসলেই এই বিধি মেনে জনগণকে রক্ষা করা, সম্পত্তি সুরক্ষিত রাখা এবং বিদ্যুৎ, জল ও পরিবহণের মতো প্রয়োজনীয় পরিষেবা চালু রাখার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার ক্ষমতা পায় রাজ্য সরকার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।