Bangladesh ready-made garments: বাংলাদেশ থেকে যে সব পণ্য বিদেশে রফতানি করা হয়, তার অন্যতম পোশাক। এই পোশাক শিল্পের ক্ষেত্রেই বাংলাদেশকে বড় ধাক্কা দিল ভারত। ফলে মহম্মদ ইউনূসদের (Muhammad Yunus) উপর চাপ বেড়ে গেল।
Restrictions on import from Bangladesh: নিজের চেয়ে শক্তিতে এগিয়ে থাকা কারও সঙ্গে বিবাদে জড়ালে ফল ভালো হয় না। বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস (Muhammad Yunus) বোধহয় অন্ধ ভারত-বিরোধিতায় সে কথা ভুলে গিয়েছিলেন। তাঁকে বাস্তবের মাটিতে আছড়ে ফেলল ভারত। বারবার উত্তর-পূর্ব ভারত নিয়ে উস্কানি, স্থলবন্দর দিয়ে উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে পণ্য প্রবেশের উপরে নিষেধাজ্ঞা জারি, হিলি এবং বেনাপোল দিয়ে ভারতীয় চাল প্রবেশে নিষেধাজ্ঞার পাল্টা পদক্ষেপে প্রবল চাপে পড়ে গেল বাংলাদেশ। শনিবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কলকাতা ও মুম্বইয়ের নাভাশেভা বন্দর ছাড়া ভারতের অন্য কোনও বন্দর দিয়ে বাংলাদেশে তৈরি হওয়া পোশাক আমদানি করা যাবে না। এছাড়া আরও জানানো হয়েছে, উত্তর-পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গের ফুলবাড়ি ও চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশের বিভিন্ন পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।
বাণিজ্য নিয়ে বাংলাদেশকে বড় ধাক্কা
কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের আওতাধীন বৈদেশিক বাণিজ্য দফতরের (Directorate General of Foreign Trade) পক্ষ থেকে জানানো হয়েছে, অসম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের কোনও স্থলবন্দর বা ইন্টিগ্রেটেড চেকপোস্ট এবং পশ্চিমবঙ্গের ফুলবাড়ি ও চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে ফল, কার্বোনেটেড ড্রিঙ্কস, কাঠের আসবাবপত্র, প্রক্রিয়াজাত খাবার, সুতোর মতো কোনও পণ্য আমদানি করা যাবে না। তবে এই পণ্যগুলির চেয়েও পোশাক আমদানির ক্ষেত্রে বিধিনিষেধ জারি হওয়ায় আর্থিক সমস্যায় পড়তে চলেছে বাংলাদেশ। এবার থেকে ভারতে তৈরি পোশাক পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের খরচ বাড়তে চলেছে। ভারতে প্রতি বছর অন্তত ৬,০০০ কোটি টাকার পোশাক রফতানি করে বাংলাদেশ। এই পোশাকের ৯৩ শতাংশই স্থলবন্দর দিয়ে আসত। এবার আর স্থলবন্দর দিয়ে পোশাক রফতানি করতে পারবে না বাংলাদেশ। ফলে তারা বড় ধাক্কা খেল।
নেপাল, ভুটানে পণ্য রফতানিতে নিষেষাজ্ঞা নেই
ভারতে স্থলবন্দর দিয়ে বাংলাদেশের পোশাক, খাদ্যপণ্য আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হলেও, ভারতের পথ ব্যবহার করে নেপাল ও ভুটানে বিভিন্ন পণ্য রফতানি করতে পারবে বাংলাদেশ। দুই প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো। এই কারণেই বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে ছাড় দেওয়া হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


