India vs Pakistan: আকাশে ভারত আর পাকিস্তনের মধ্যে কে বেশি শক্তিশালী? দেখুন ছবিতে
India vs Pakistan: ভারত পাক সীমান্তে চরম সতর্কতা জারি করেছে। হাইঅ্য়ালার্ট রয়েছে সেনা বাহিনীর মধ্যে। পাল্ট পাকিস্তান সীমান্তে ক্রমাগত গুলিবর্ষণ করেছে। পাল্টা জবাব দিচ্ছে ভারতও। এই অবস্থায় দেখে নিন দুই দেশের বায়ু সেনার শক্তি।

পহেলগাঁও হামলা
পহেলগাঁও হামলার পরই ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের দামামা বেজেগেছে। ভারত একগুচ্ছ চুক্তি স্থগিত করেছে। পাল্টা পাকিস্তান দুই দেশের মধ্যে বাণিজ্য স্থগিত রেখেছে।
সীমান্তে সতর্কতা
ভারত পাক সীমান্তে চরম সতর্কতা জারি করেছে। হাইঅ্য়ালার্ট রয়েছে সেনা বাহিনীর মধ্যে। পাল্ট পাকিস্তান সীমান্তে ক্রমাগত গুলিবর্ষণ করেছে। পাল্টা জবাব দিচ্ছে ভারতও। এই অবস্থায় দেখে নিন দুই দেশের বায়ু সেনার শক্তি।
রাফাল চুক্তি
ভারত আগামী সোমবার ফ্রান্সের থেকে আরও ২৬টি রাফাল যুদ্ধ বিমান কিনতে পারে। প্রাথমিক কথাবার্তা প্রায় সারা হয়েছে। সূত্রের খবর নতুন দিল্লি, পাকিস্তানকে আকাশ পথেই জবাব দিতে ব্যবস্থা নিচ্ছে।
ভারত-পাকিস্তানের স্থান
সমরশক্তিতে ওয়ার্ল্ড ব়্যাঙ্কিং অনুযায়ী ভারত রয়েছে চতুর্থ স্থানে। পাকিস্তানে রয়েছে ১২তম স্থানে। যার অর্থ এখনই ভারত অনেকটাই এগিয়ে পাকিস্তানের থেকে।
ভারতের প্রতিরক্ষা খাতে বরাদ্দ
২০২৫-২৬ সালে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত বরাদ্দ করেছে ৬.৮ লক্ষ কোটি টাকা।
পাকিস্তানের প্রতিরক্ষা বরাদ্দ
২০২৫-২৬ সালে পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট ৬৫ হাজার কোটি টাকা।
ভারতের হাতে
বর্তমানে ভারতের কাছে রয়েছে, মিগ-২৯, মিরেজ-২০০০, সুখোই ৩০ এমকেআই চতুর্থ জেনারেশন ফাইটার, হ্যাল তেজস, রাফাল ৪.৫ জেনারেশন ফাইটার।
পকিস্তানের যুদ্ধ বিমান
পাকিস্তানের হাতে রয়েছে জেএফ-১৭, জে-১০ সি৪.৫ জেনারেশন ফাইটার, এফ-১৬ ফ্যালকন চতুর্থ জেনারেশন ফাইটার জেট। আর রয়েছে ৪ ও ৪.৫ জেনারেশনের একধির চিনা ফাইটার জেট।
ভারতের বিমানের সংখ্যা
ভারতের মোট বিমানের সংখ্যা ২২২৯টি, ফাইটার জেট ৫১৩টি, ডেডিকেটেড অ্যাটাক ১৩০টি , এরিয়াল ট্যাঙ্কার ৬টি হেলিকপ্টার ৮৯৯টি, অ্যাটাক হেলিকপ্টার ৮০টি আর এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ার ২টি।
পাকিস্তানের বিমান সংখ্য
পাকিস্তান কাছে মোট বিমান ১৩৯৯, ফাইটার জেট ৩২৮টি, ডেজিকেটেড অ্য়াটাক ৯০টি, এরিয়াল ট্যাঙ্কার ৪টি, হেলিকপ্টার ৩৭৩টি অ্যাটাক হেলিকপ্টার ৫৭টি।
সীমান্তে তৎপরতা
পহেলগাঁও হামলার পরই ভারত-পাক সীমন্তে তৎপরতা বেড়েছে।
সেনার মধ্যে প্রস্তুতি শুরু
ভারত সবরকম প্রস্তুতি নিয়েছে। রবিবারই আরব সাগরে নৌসেনা মহড়া দিয়েছে।

