সংক্ষিপ্ত
- গাজিয়াবাদের হিন্দান ঘাঁটিতে ভারতীয় বায়ুসেনা ৮৭ তম বায়ুসেনা দিবস পালন করছে
- বালাকোটের বিমান হামলায় অংশ নেওয়া পাইলটরা বিশেষ ফ্লাইপাস্টে,অংশ নিলেন
- এই বিশেষ উড়ানের নেতৃত্ব দিলেন অভিনন্দন বর্তমান
- এয়ার ফোর্স ডের প্যারাডে উপস্থিত ভারতীয় সেনাপ্রধান ও বায়ুসেনা প্রধান
মঙ্গলবার ৮৭ তম বায়ুসেনা দিবস। বলা যেতে পারে বায়ুসেনা দিনটি উদযাপন করল 'পাকিস্তানের মুখে ঝামা ঘসা' থিমে। এদিন বিশেষ উড়ানে অংশ নিলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। আর তাঁর সঙ্গী হলেন বালাকোটে বিমান হামলায় অংশ নেওয়া পাইলটরা। এদিন তিনটি মিরাজ ২০০০ যুদ্ধবিমান এবং দুটি সুখোই -৩০ এমকেআই যুদ্ধ বিমানে বিশেষ উড়ানে যেন পাকিস্তানকে আরও একবার বায়ুসেনার সাম্প্রতিক পরাক্রমের কথা মনে করিয়ে দেওয়া হল। আর অভিনন্দন ছিলেন সেই মিগ-২১ বাইসনেই। হিন্দান ঘাঁটি থেকে এদিন এয়ার ফোর্স ডে উপলক্ষে এই বিশেষ এয়ার প্যারেডের আয়োজন করা হয়েছিল। বালাকোটের বিমান হামলায় অংশ নেওয়া পাাইলটদের কুর্নিশ জানাতেই এই বিশেষ ব্যবস্থা করা হয়। এই উপলক্ষে বায়ুসেনার পক্ষ থেকে গাজিয়াবাদের হিন্দান বিমান ঘাঁটিতে ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত এবং বায়ুসেনা প্রধান রাকেশ কুমার সিং ভাদৌরিয়া উপস্থিত ছিলেন।
চলতি বছর ২৭ ফেব্রুয়ারি পাক এফ-১৬ বাহিনীকে তাড়া করতে গিয়ে পাকিস্তানের হাতে বন্দি হয়েছিলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। তার আগে বালাকোটে পুলওয়ামার ঘটনার বদলা নিয়েছিল বায়ুসেনা। মিরাজ ৩০০০ বিমান মারফতই হামলা চালিয়ে জইশ-ই-মহম্মদ'এর ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। আর পাকিস্তানকে নাস্তানাবুদ করা এই পাইলটদেরই সম্মানিত করা হল।