ভারতীয় রেলের নতুন উদ্যোগে লোকাল ট্রেনের ভিড় কমবে। নতুন ট্রেন, অতিরিক্ত কোচ, উন্নত সিগন্যালিং ব্যবস্থা চালু হচ্ছে যাত্রীদের আরামদায়ক যাত্রার জন্য।
ভারতীয় রেলে দীর্ঘদিন ধরেই লোকাল ট্রেনে অসহনীয় ভিড় বড়ো সমস্যা। বিশেষ করে অফিস টাইমে ঠাসাঠাসি করে যাতায়াত করা বহু মানুষের নিত্যদিনের বাস্তব। তবে সেই চিত্র বদলাতে এবার এগিয়ে এসেছে রেল মন্ত্রক। দেশের বিভিন্ন প্রান্তে চালু হয়েছে একাধিক আধুনিকীকরণ এবং পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্প। উদ্দেশ্য - ভিড় কমিয়ে যাত্রীদের যাত্রা আরও স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ করে তোলা।
কীভাবে কমানো হচ্ছে ভিড়?
সাম্প্রতিক এক জাতীয় প্রকল্পে রেল দফতর জানিয়েছে, একাধিক রেল জোনে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ভিড় হ্রাসের পরিকল্পনা। এগুলি হল -
* বেশি ট্রেন চালানো ও পরিষেবা ফ্রিকোয়েন্সি বাড়ানো
* যাত্রীচাপ বেশি এমন রুটে অতিরিক্ত কোচ সংযোজন
* নতুন ও বিশেষ পিক-আওয়ার লোকাল ট্রেন চালু
* বড় করা হচ্ছে প্ল্যাটফর্ম, তৈরি হচ্ছে নতুন ফুট ওভারব্রিজ
* উন্নত প্রযুক্তিতে আপগ্রেড করা হচ্ছে সিগন্যালিং সিস্টেম
ফলাফল
প্রকল্পটির প্রাথমিক ফলাফল বেশ ইতিবাচক। অনেকটা ভিড় হ্রাস লক্ষ্য করা গেছে কিছু এলাকায়। বেড়েছে ট্রেনের সময়ানুবর্তিতা, যাত্রা হয়েছে বেশি আরামদায়ক। প্রাথমিক ফলাফলকে ইতিবাচক বলে চিহ্নিত করেছে জাতীয় পর্যবেক্ষক কমিটি।
ভবিষ্যতের রেল পরিষেবা
ভারতীয় রেল এখন শুধু ট্রেন বাড়ানোতেই সীমাবদ্ধ নয়। যাত্রী সুবিধা ও নিরাপত্তায়ও আসছে আধুনিক ছোঁয়া। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে চলছে ডিজিটাল টিকিটিং ব্যবস্থা, স্মার্ট ডিসপ্লে বোর্ড ও CCTV সমেত নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন। ভবিষ্যতে এই পরিষেবার আওতায় আসবে প্রায় সব মেট্রোপলিটন শহরের উপনগর রেল নেটওয়ার্ক।
সাধারণ জিজ্ঞাসিত কিছু প্রশ্ন-উত্তর
১. এই নতুন ব্যবস্থা কবে থেকে চালু হচ্ছে?
* ইতিমধ্যেই কিছু জোনে চালু হয়েছে। ধাপে ধাপে দেশজুড়ে রূপায়ণের পরিকল্পনা রয়েছে।
২. কোন কোন রুটে এই ব্যবস্থা চালু হয়েছে?
* এখনও পর্যন্ত কিছু পরীক্ষামূলক অঞ্চলেই চালু হয়েছে, তবে শীঘ্রই মেট্রো শহরগুলিতেও এই পরিষেবা আসছে।
৩. এতে যাত্রীদের সুবিধা কী হবে?
* কম সময়ে ট্রেন পাওয়া যাবে, দাঁড়িয়ে যাওয়ার সমস্যা কমবে, যাত্রা আরও আরামদায়ক হবে।
৪. নতুন ট্রেন ও কোচ কোথা থেকে আসবে?
* রেল ইতিমধ্যেই নতুন ট্রেন ও কোচ তৈরির বরাত দিয়েছে। পুরনো কোচগুলিকেও আধুনিকীকরণ করা হচ্ছে।
৫. এই পরিকল্পনায় খরচ কত হবে?
* রেল মন্ত্রকের তরফে এখনও নির্দিষ্ট বাজেট ঘোষণা হয়নি, তবে এটি একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রকল্প।
সারাংশ: শিয়ালদা-হাওড়া রোজকার লোকাল ট্রেনে আর করতে হবে না ঠাসাঠাসি , ফিরতে হবে না বাদুড় ঝোলা হয়ে। ভারতীয় রেলের আধুনিক পরিকল্পনা দেশজুড়ে নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সময়োপযোগী পরিষেবা দেবে।


