দূরপাল্লার ট্রেনে ঝরঝর করে পড়ছে জল, আবারও নিন্দার মুখে ভারতীয় রেল
ঝরঝর করে জল পড়ছে ট্রেনের মধ্যে, তাও আবার লোকাল ট্রেন নয় দূরপাল্লার ট্রেনে । ইন্দোর- মুম্বই অবন্তিকা এক্সপ্রেসের ঘটনা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ট্রেনের মধ্যে বৃষ্টির ছবি ।
ঝরঝর করে জল পড়ছে ট্রেনের মধ্যে | তাও আবার লোকাল ট্রেন নয় দূরপাল্লার ট্রেনে | ইন্দোর- মুম্বই অবন্তিকা এক্সপ্রেসের ঘটনা | ২এসি কোচের বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে | সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ট্রেনের মধ্যে বৃষ্টির ছবি | আবারও নিন্দার মুখে ভারতীয় রেল |