সংক্ষিপ্ত

  • লোকসভা নিরাবাচন ২০১৯-এর সময় বিখ্যাত হয়েছিলেন হলুদ শাড়িতে
  • নেট দুনিয়ায় রাতারাতি হয়েছিলেন সেলিব্রিটি
  • এবার ভাইরাল হল তাঁর সবুজ শাড়ি অবতারের ভিডিও
  • স্বপ্না চৌধুরির গানে পা মেলালেন এই পিডব্লুডি কর্মী

 

লোকসভা ভোটের উত্তপ্ত আবহে তাঁর হলুদ শাড়ি পরা ছবি বাজার মাতিয়েছিল। একদিনেই ইন্টারনেটের দৌলতে হয়েছিলেন সেলিব্রিটি। হলুদ শিফনের শাড়ি ও রং মেলানো ব্লাউজে তাঁর ভোটগ্রহণ করতে যাওয়ার ছবি ব্যাপক কৌতূহল তৈরি করেছিল সারা ভারতে। জানা গিয়েছিল তিনি এলাহাবাদের পিডব্লুডি দফতরের অফিসার রীনা দ্বিবেদী। এবার তাঁর আরও এক ভিডিও ভাইরাল হল।

নতুন ভিডিওটিতে তিনি ধরা দিয়েছেন সবুজ শাড়িতে। সপ্না চৌধুরির গাওয়া জনপ্রিয় হরিয়ানভি সঙ্গীত 'তেরি আঁখিয়া কা ইয়ো কাজল' -এর সঙ্গে নেচে ফের একবার সংবাদ শিরোনামে উঠে এলেন রীনা।

'তেরি আঁখিয়া কা ইয়ো কাজল' গানটি গেয়েই জনপ্রিয়তা লাভ করেছিলেন জনপ্রিয় সঙ্গীত ও নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরি। 'বিগ বস'-এর একাদশতম মরসুমে অংশও নিয়েছইলেন স্বপ্না। রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে ওঠা রীনা আগেই জানিয়েছিলেন, নতুন পাওয়া সেলিব্রিটি স্ট্যাটাস তিনি খুবই উপভোগ করছেন এবং তাঁর পরিবার এবং তিনি এইবার চান বিগ বস-এ যেতে। সপ্নার গানে নেচে সেই লক্ষ্যেই সম্ভবত আরও একটা পা বাড়ালেন তিনি।