সংক্ষিপ্ত
কোঝিকোড়ে ট্রেনে হামলার ঘটনায় যে সিসিটিভি ফুটেজ হাতে এসেছে তদন্তকারীদের তাতে স্পষ্ট এক বাইক আরোহী ব্যক্তিরও যোগ রয়েছে।
রবিবার রাতে কেরলের কোঝিকোড়ে ট্রেনে হামলার ঘটনার তদন্তে নয়া মোড়। মূল অভিযুক্ত কেরলের নয়, নয়ডার বাসিন্দা। নাম শাহরুখ সাইফাফির। কেরলের কোঝিকোড়ে নির্মাণ শ্রমিকের কাজ করে। সেখানেই থাকে বছরের অনেকটা সময়। পুলিশ অভিযুক্তের সন্ধানে চিরুনি তল্লাশি শুরু করেছে। অন্যদিকে পুলিশের হাতে এসেছে বেশ কিছু সিসিটিভি ফুটেজ। তা থেকে স্পষ্ট শাহরুখ সাইফাফিরকে এক ব্যক্তি বাইকে করে স্টেশনে পৌঁছে দিয়ে গিয়েছিল।
সিসিটিভি ফুটেজ
কোঝিকোড়ে ট্রেনে হামলার ঘটনায় যে সিসিটিভি ফুটেজ হাতে এসেছে তদন্তকারীদের তাতে স্পষ্ট এক বাইক আরোহী ব্যক্তিরও যোগ রয়েছে। হামলাকারী একটি লাল শার্ট ও টুপি পরে ট্রেনে উঠেছিল। যেই যাত্রীদের হায়ে পেট্রোল ছিটিয়ে দেয়। তারপর আগুন লাগিয়ে ট্রেন থেকে নেমে গিয়েছিল। হামলার ঘটনায় আট জন আহত হয়েছে। তবে পুলিশ সূত্রে খবর সিসিটিভিতে যে বাইক দেখা গিয়েছে তা কোঝিকোড়ের স্থানীয় বাসিন্দার নামে রেজিস্ট্রি করা রয়েছে। পুলিশ আরও জানিয়েছেন হামলাকারী ট্রেন থেকে নেমে একটি ট্রাকে করে চম্পট দেয়। সেই ট্রাক থেকে ব্যাগ উদ্ধার হয়। তাতে ছিল মোবাইল, আধ বোতল পেট্রোল আর লিফলেট। জামাকাপড[ডও পাওয়া গেছে। তবে অভিযুক্তের কোনও সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনায় হামলাকারীর সঙ্গে আরও কে কে জড়ি. তাও দেখা হচ্ছে।
সিট গঠন
তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে। হামলাকারীর স্কেচ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ব.য়ান রেকর্ড করা হয়েছে। হামলাকারীর স্কেচ তৈরি করা হয়েছে। যাবতীয় তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন থানা আর পুলিশ স্টেশনে। হামলাকারী সম্পর্কে অনেক তথ্য হাতে এসেছে পুলিশের। সমস্ত দিক ক্ষতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়ে পুলিশ। গোটা ঘটনাটি খুবই মর্মান্তিক।
হামলা
কান্নুর-আলাপুঝা এক্সিকিউটিভ এক্সপ্রেসের ডি 1 কোচে উঠেছিল রাত ৯টা ৩০ মিনিটে। হাতে ছিল দুটি পেট্রোলের বোতল। যাত্রীদের দিকে তা ছিটিয়ে দিয়ে নেমে যায় হামলাকারী। সেই সময়ই ট্রেনের কামরায় আগুন লাগিয়ে দেয়। কোনও নির্দিষ্ট ব্যক্তিকে হামলার লক্ষ্য নিয়ে এই কাজ করেনি, সকলকেই পুড়িয়ে মারতে চেয়েছিল। হামলার মাথাতেও পেট্রোল পড়ে গিয়েছিল বলেও জানিছে প্রত্যক্ষদর্শীরা। আহত ৮ জনকে চিকিৎসার জন্য কোঝিকোড় মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার কয়েক ঘণ্টা পর কোঝিকোড়ের এলাথুর রেলওয়ে স্টেশনের কাছে ট্র্যাকের উপর এক বছরের শিশু এবং একজন মহিলা সহ তিনজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।