IT professional death: ফের এক আইটি কর্মীর মৃত্যু। এবার পুনেতে ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা। 

IT professional death: পুনেতে একটি আবাসনের ২১ তলা থেকে ঝাঁপ ২৫ বছর বয়সী এক আইটি কর্মীর। জানা গেছে, তাঁর নাম অভিলাষা ভাউসাহেব কোথিমভিরে। গত ৩১ মে, হিঞ্জাওয়াড়ি এলাকায় এই আত্মহত্যার ঘটনাটি ঘটে এবং বুধবার রাতে একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর রিপোর্ট দায়ের করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, পুনেতে একটি আবাসনের ২১ তলা থেকে ঝাঁপ দেন বছর পঁচিশের বছর একজন আইটি কর্মী। জানা গেছে, ঐ দিন তিনি ভোর ৪.৩০ মিনিট নাগাদ একটি গাড়িতে ক্রাউন গ্রিন সোসাইটিতে পৌঁছন এবং এরপর তিনি ২১ তলায় তাঁর বন্ধুর ফ্ল্যাটেও যান। কিন্তু তারপর সেখান থেকেই আচমকা লাফ দেন বলে জানিয়েছেন এক পুলিশ কর্তা। 

প্রসঙ্গত, কয়েক মাস আগে কলকাতার এক আইটি কর্মীও অফিসের বহুতল থেকে ঝাঁপ দেন। বারবার কেন এইরকম ঘটনা ঘটছে, তা নিয়েই চিন্তিত মনোবিদরা। এক্ষেত্রে পিম্পরি চিঞ্চওয়াড় থানার এক পুলিশ কর্তা জানিয়েছেন, অভিলাষা মৃত্যুর আগে একটি সুইসাইড নোট লিখে গেছেন। সেখানে তিনি বলেছেন, “আমার বেঁচে থাকা শেষ। আমি আর বাঁচতে চাই না।" 

সেইসঙ্গে, তিনি তাঁর বাবা-মা এবং বন্ধুদের কাছে এই চরম পদক্ষেপ নেওয়ার জন্য ক্ষমাও চেয়েছেন। মাত্র ২৫ বছর বয়সী আইটি কর্মীর মৃত্যু কিন্তু একাধিক প্রশ্ন তুলে দিয়ে গেল। ব্যক্তিগত জীবন? নাকি কাজের চাপ? নাকি অন্য কিছু? কোনটা তাঁর মৃত্যুর জন্য দায়ী, তার উত্তর দেবে সময়। ইতিমধ্যেই পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে। 

পুনেতে থাকতেন তিনি। সেখানকার একটি আবাসনের ২১ তলা থেকে ঝাঁপ দেন বছর ২৫-এর অভিলাষা ভাউসাহেব কোথিমভিরে। যিনি পেশায় ছিলেন একজন আইটি কর্মী। গত ৩১ মে, হিঞ্জাওয়াড়ি এলাকায় এই আত্মহত্যার ঘটনাটি ঘটে এবং বুধবার রাতে একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর রিপোর্ট দায়ের করেছে পুলিশ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।