সংক্ষিপ্ত
- ফের জম্মু কাশ্মীরে বড়সড় নাশকতার ছক কষছে জঙ্গিরা
- আর তার জেরেই জম্মুও কাশ্মীর জুড়ে জাড়ি হয়েছে হাই অ্য়ালার্ট
- জম্মু ও কাশ্মীরের অবন্তীপুরে এই জঙ্গিরা সন্ত্রাস চালাতে পারে বলে জানা গিয়েছে
- বিস্ফোরক বোঝাই একটি গাড়িতে করে এই নাশকতা চালানো হবে বলে খবর
ফের জম্মু কাশ্মীরে বড়সড় নাশকতার ছক কষছে জঙ্গিরা। আর তার জেরেই জম্মুও কাশ্মীর জুড়ে জাড়ি হয়েছে হাই অ্য়ালার্ট।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে, পাকিস্তান থেকেই ভারতের গোয়েন্দা দফতর কিচু তথ্য পেয়েছে, যা জম্মু ও কাশ্মীরে খুব নাশকতার ইঙ্গিত দিচ্ছে। জম্মু ও কাশ্মীরের অবন্তীপুরে এই জঙ্গিরা সন্ত্রাস চালাতে পারে বলে জানা গিয়েছে। বিস্ফোরক বোঝাই একটি গাড়িতে করে এই নাশকতা চালানো হবে বলে খবর।
অবন্তীপুরে জঙ্গিরা নাশকতা চালাতে পারে এই তথ্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও শেয়ার করা হয়েছে। সম্প্রতি কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী জাকির মুসার মৃত্যু হয়েছে। সেই মৃত্যুর প্রতিশোধ হিসেবেই জঙ্গিরা এই নাশকতা চালানোর ছক কষেছে বলে জানিয়েছে গোয়েন্দা দফতরগুলি।
প্রসঙ্গত, কিছুদিন আগেই ত্রালে ভারতীয় সেনার হাতে মৃত্য়ু হয় জাকির মুসার। তার শেষযাত্রায় কাশ্মীরে নেমেছিলেম শয়ে শয়ে মানুষ। ২০১৭-য় হিজবুল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠী থেকে বেরিয়ে আল-কায়দা অধ্যুষিত কাশ্মীরে আনসার ঘাজওয়াত-উল-হিন্দ জঙ্গি গোষ্ঠীর নেতৃত্ব দেওয়া শুরু করে জাকির মুসা।