সংক্ষিপ্ত
সারা দেশ আজ রাম গীত শুনছে। আমাদের জম্মু ও কাশ্মীরও এক্ষেত্রে পিছিয়ে নেই। এর পর জাহরা পাহাড়ি উপভাষায় ভজন শুরু করেন।
জম্মু ও কাশ্মীরের উরিতে বসবাসকারী বাতুল জাহরা ফের সংবাদ শিরোনামে। একবার তিনি ইন্টারমিডিয়েটে ভালো নম্বর পেয়ে লাইমলাইটে আসেন। তিনি উরি সীমান্তের কাছে থাকেন এবং পাহাড়ি উপজাতির অন্তর্গত তরুণী। তবে এবার তিনি খবরে এসেছেন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা দিবসের জন্য পাহাড়ি উপভাষায় ভজন গেয়ে। তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা শোনা যায় জাহরার গলায়।
জাহরা বলেন, আমাদের প্রধানমন্ত্রী ১১ দিন উপবাস রেখেছেন। রাম মন্দিরের পবিত্রকরণের জন্য প্রধানমন্ত্রী এই প্রকল্প নিয়েছেন। সারা দেশ আজ রাম গীত শুনছে। আমাদের জম্মু ও কাশ্মীরও এক্ষেত্রে পিছিয়ে নেই। এর পর জাহরা পাহাড়ি উপভাষায় ভজন শুরু করেন। এতে তিনি বলেছেন শ্রী রাম আসবেন সীতা মায়ের সঙ্গে। সেই দিন এসেছে। সবাইকে স্বাগত জানিয়ে ঢোল বাজাতে হবে। শ্রীরামের সঙ্গে ভক্ত হনুমানও আসছেন।
বাতুল জাহরা কে?
জেনে রাখা ভালো যে বাতুল জাহরা যাতায়াত ও টিউশন সহ অনেক মৌলিক সুবিধার অভাব সত্ত্বেও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ভাল নম্বর পেয়েছিল। সে প্রায়ই পায়ে হেঁটে স্কুলে যেত। বাতুল আইএএস অফিসার হতে চায়। তিনি ডক্টর সৈয়দ সাহরিশ আসগরকে নিজের আদর্শ বলে মনে করেন। তিনি বারামুল্লার ডেপুটি কমিশনার ছিলেন, তাকেই নিজের আদর্শ হিসেবে বিবেচনা করেন। বাতুলের বাবার নাম আরিফ হোসেন কাজমি।
তিনি যে পাহাড়ী উপজাতির সাথে জড়িত তা তার সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য পরিচিত। তিনি উরির ইমামিয়া পাবলিক স্কুল থেকে দশম শ্রেণির পরীক্ষা দিয়েছিলেন। বর্তমানে সে কলেজে প্রথম বর্ষের ছাত্রী। জানিয়ে রাখি, রাম মন্দির নিয়ে গোটা দেশেই উত্তেজনা দেখা যাচ্ছে। সারা দেশ খুশির রেশ। ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।