সংক্ষিপ্ত
Tahawwur Hussain Rana News: আমেরিকা থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে মুম্বই হামলার অন্যতম কুচক্রী তাহাউর হুসেন রানাকে। ভারতে প্রত্যবর্তনের পর কার্যত নজরবন্দি ২৬/১১ হামলার মাস্টার মাইন্ড রানা। জেহাদি রানাকে জেরা করার জন্য ইতিমধ্যেই বিশেষ টিম গঠন করেছে NIA।
Tahawwur Hussain Rana News: আমেরিকা থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে মুম্বই হামলার অন্যতম কুচক্রী তাহাউর হুসেন রানাকে। ভারতে প্রত্যবর্তনের পর কার্যত নজরবন্দি ২৬/১১ হামলার মাস্টার মাইন্ড রানা। জেহাদি রানাকে জেরা করার জন্য ইতিমধ্যেই বিশেষ টিম গঠন করেছে NIA। ২৪X৭ কড়া প্রহরায় রয়েছে মুম্বই হামলার অন্যতম কুচক্রী তাহাউর হুসেন রানা।
তাহাউর হুসেন রানাকে জেরার দায়িত্বে কারা? (Tahawwur Hussain Rana News):-
মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলার সেদিনের মাস্টার মাইন্ডের পেট থেকে খবর বের করার দায়িত্বে রয়েছেন এক বঙ্গ কন্যা। জানেন তিনি কে? জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন...
সূত্রের খবর, সন্ত্রাসী রানার পেট থেকে খবর বের করার জন্য ইতিমধ্যেই এআইএ-র বিশেষ টিম গঠন করা হয়েছে। সেই টিমের মাথায় রয়েছেন বঙ্গকন্যা জয়া রায়। জানা গিয়েছে, তিনি এই তদন্তকারী দলের ডিআইজি। এছাড়াও রয়েছেন আইজি আশীষ বাত্রা। বাংলার মেয়ে জয়া এর আগে ঝাড়খণ্ডের জামতাড়া গ্যাংয়ের পর্দা ফাঁস করে সংবাদ শিরোনামে এসেছিলেন। এবার তার কাঁধে আরও বড় গুরু দায়িত্ব। তাহাউর রানার পেট থেকে মুম্বই হামলার ঘটনার আরও অজানা খবর জানা।
জানা গিয়েছে, বঙ্গকন্যা জয়ার জন্ম এই বাংলায়। ১৯৭৯ সালের ২২ এপ্রিল। MBBS শেষ করে ২০১১ সালে UPSC পরীক্ষায় পাস করে আইপিএস অফিসার হিসেবে যোগ দেন কাজে। তাঁর কর্মজীবনের সবথেকে উল্লেখযোগ্য সাফল্য হল ঝাড়খণ্ডের জামতাড়া গ্যাংয়ের পর্দা ফাঁস। যা নিয়ে পরবর্তীকালে বলিউডে সিনেমাও তৈরি হয়েছে। ২০১৯ সাল থেকে তিনি সেন্ট্রাল ডেপুটেশনে কর্মরত। সেই সময়ই তাঁকে NIA-র পুলিশ সুপার পদে নিয়োগ করা হয়েছিল। বর্তমানে তিনি ডিআইজি পদে চাকরি করছেন।
অন্যদিকে আশীষ বাত্রা হলেন ১৯৯৭ সালের ঝাড়খণ্ড পুলিশের ক্যাডার। ২০১৮ সালে ঝাড়খণ্ডে জাগুয়ার মোকাবিলা ইউনিটের প্রধান ছিলেন তিনি। ২০১৯ সাল থেকে তিনিও সেন্ট্রাল ডেপুটেশনে চাকরি করছেন। সেই সময় তাঁকে পাঁচ বছরের জন্য ইন্সপেক্টর জেনারেল পদে নিয়োগ করা হয়েছিল। পর তাঁর চাকরির মেয়াদ আরও দু-বছর বৃদ্ধি করা হয়। বর্তমানে জয়ার সঙ্গে তিনিও দায়িত্বে রয়েছেন রানাকে জেরা করার।
উল্লেখ্য, মুম্বই হামলার কুচক্রী তাহাউর রানা আর পাঁচজন অপরাধীর মতন নয়। পেশায় পাক-কানাডিয়ান ডাক্তার এতদিন আমেরিকার জেলে বন্দি ছিলেন। জেরার মুখে তিনি যে সহজে ভাঙবেন না তা আগেই আঁচ করেছে NIA-র তদন্তকারী অফিসাররা। এছাড়াও রয়েছে তার প্রাণ সংশয় বা আত্মহত্যার আশঙ্কা। এই সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করে রানার পেট থেকে আরও খবর বের করে আনা হল এখন প্রধান চ্যালেঞ্জ বঙ্গকন্যা জয়া ও তাঁর সহকর্মীদের।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।