School Holidays: ৬ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত স্কুল, জরুরি নোটিশ জারি হল রাজ্যে
ঝাড়খণ্ডে ৪ থেকে ৬ অগাস্ট পর্যন্ত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনের মৃত্যুতে শোক জানাতেই এই সিদ্ধান্ত। অগাস্ট মাসে একাধিক ছুটি রয়েছে।

নোটিশ জারি স্কুলগুলোতে
ফের স্কুলগুলোতি জারি হল জরুরি নোটিশ। ফের ছুটি শুরু হল স্কুলে। ৪ অগাস্ট থেকে ৬ পর্যন্ত টানা তিন দিন বন্ধ থাকবে স্কুলগুলো। রাজ্য প্রশাসনের নির্দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্কুল বন্ধের কথা জানানো হয়েছে। রাজ্য শিক্ষা প্রতিষ্ঠানে এমন জানানো হয়েছে।
অগাস্টের ছুটির তালিকা
এদিকে আগেই প্রকাশ পেয়েছে অগাস্টারে ছুটির তালিকা। অগাস্টের দ্বিতীয় সপ্তাহ ১৩ অগস্ট থেকে ১৭ অগস্ট পর্যন্ত বন্ধ থাকবে স্কুল। সে সপ্তাহে, ঝুলন পূর্ণিমা, স্বাধীনতা দিবস এবং জন্মাষ্টমী পড়েছে একই সপ্তাহে। তেমনই ৯ অগাস্ট রয়েছে রাখি পূর্ণিমা। আবার ২৭ অগাস্টে গণেশ চতুর্থীর ছবি।
ছুটির তালিকা
এই কদিনও প্রায় সকল সরকারি ও বেসরকারি স্কুলে থাকে ছুটি। সেই সঙ্গে বন্ধ থাকবে অফিসও। এরই সঙ্গে পাঁচটি রবিবার পড়েছে এই মাসে। এর সঙ্গে রাখি, জন্মাষ্টমী, স্বাধীনতা দিবস, ঝুলন পূর্ণিমা থেকে গণেশপুজো পর্যন্ত বেশ কয়টি ছুটি আছে।
ঝাড়খণ্ডে স্কুল ছুটি
এর মাঝে নতুন করে আবার ছুটি শুরু হচ্ছে। ৪ অগাস্ট থেকে ৬ পর্যন্ত টানা তিন দিন বন্ধ থাকবে স্কুলগুলো। এই ছুটি জারি হল ঝাড়খণ্ডে। সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সে রাজ্যের শাসকদল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা প্রধান শিবু সোরেন প্রয়াত হন। কিডনির সমস্যা নিয়ে দিল্লির হাসপাতালে ভর্তি ছিলেন।
প্রয়াত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী
দীর্ঘ দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। চিকিৎসা চলছিল। সোমবার সকালে তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। সোমবার সমাজমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে বাবার মৃত্যুসংবাদ নিশ্চিত করেছে তাঁর ছেলে। ৮১ বছর বয়সে প্রয়াত হলেন তিনি।
শোকবার্তা
জানা যায়, কিডনির সমস্যা নিয়ে তাঁকে দিল্লির স্যর গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করানো হয় গত জুন মাসের শেষ সপ্তাহে। সেই থেকে হাসপাতালেই ছিলেন। শেষে আজ সোমবার প্রয়াত হন। তাঁকে শ্রদ্ধা জানাতেই ৩ দিন স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

