যোশীমঠ ঘোর সংকটে, মাটির তলায় ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে আস্ত একটা শহর
বদ্রীনাথ ধামের প্রবেশদ্বার যোশীমঠ রুদ্ধ। রাস্তা থেকে বাড়ি ক্রমশই চওড়া হচ্ছে ফাটল। নতুন করে একের পর এক বাড়ি, রাস্তায় ফাটল দেখা যাচ্ছে। মাটির তলায় ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে আস্ত একটা শহর। হিন্দুদের পবিত্র তীর্থক্ষেত্র হিসেবে পরিচিত যোশীমঠ।
বদ্রীনাথ ধামের প্রবেশদ্বার যোশীমঠ রুদ্ধ। রাস্তা থেকে বাড়ি ক্রমশই চওড়া হচ্ছে ফাটল। নতুন করে একের পর এক বাড়ি, রাস্তায় ফাটল দেখা যাচ্ছে। মাটির তলায় ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে আস্ত একটা শহর। হিন্দুদের পবিত্র তীর্থক্ষেত্র হিসেবে পরিচিত যোশীমঠ। কিন্তু এখন আর সেই ব্যস্ততা আর নেই। শেষ সম্বলটুকু সঙ্গে নিয়ে প্রাণ বাঁচাতে এলাকা ছাড়ছেন অনেকে। ভিটে মাটি হারিয়ে অজানার সন্ধানে যাত্রা শুরু করার মতই অবস্থা এলাকার বাসিন্দাদের। তবে এখনও এলাকার একাংশ মানুষ আশা ছাড়েননি। যোশীমঠ বাঁচানোর দাবি জানিয়ে আন্দোলন শুরু করেছেন। ইতিমধ্যেই বহু স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।