সংক্ষিপ্ত
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রবাসী ভারতীয়দের সম্মেলন উদ্বোধন করে মধ্যপ্রদেশের গুরুত্বপূর্ণ স্থানগুলি দেখার আবেদেন জানালেন। অন্যদিকে রাহুল গান্ধী বৈঠক করেন রাকেশ টিকাইয়েতের সঙ্গে।
১. প্রবাসী ভারতীয়রাই হল বিদেশের মাটিতে ভারতের 'ব্র্যান্ড অ্যাম্বাসাডর'সোমবার প্রবাসী ভারতীয় দের ১৭তম সম্মেলনের সূচনা করে এমনটাই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, দেশের এই উন্নয়নের তাদের বিশেষ স্থান রয়েছে। সম্প্রতি তাদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ কারণ আগামী ২৫ বছরের জন্য ভারত 'অমৃত কাল'এ প্রবেশ করেছে।
'প্রবাসী ভারতীয়রাই দেশের ব্র্যান্ড অ্যাম্বাসাডর', ইন্দোরে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
২. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার মধ্য প্রদেশের ইন্দোরে প্রবাসী ভারতীয় দিবসের সম্মেলনের ১৭তম অনুষ্ঠানের সূচনা করবেন। গায়ানার কো-অপারেটিভ রিপাবলিকের প্রেসিডেন্ট ডঃ মোহাম্মদ ইরফান আলী প্রধান অতিথি থাকবেন এবং রিপাবলিক অফ সুরিনামের প্রেসিডেন্ট চন্দ্রিকাপারসাদ সান্তোখি বিশেষ অতিথি থাকবেন, কর্মকর্তারা জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী রবিবার টুইট করে জানিয়েছেন, 'প্রবাসী ভারতীয় দিবস উপলক্ষ্যে ৯ জানুয়ারি ইন্দোরের মত একটি প্রণবন্ত শহরে থাকার অপেক্ষায় রয়েছি। এটি প্রবাসী ভারতীয়দের সঙ্গে সম্পর্কে আরও দৃঢ় করার একটি সুযোগ। যা অন্য কোনও অভিজ্ঞতার থেকে অন্যন।'
৩.ব্রাজিলের লুলা বিরোধী বিক্ষোভের তীব্র সমালোচনা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার তিনি বলেন, 'গণতান্ত্রিক ঐতিহ্যকে সকলেরই সমর্থন করা উচিৎ।' একই সঙ্গে প্রাক্তন ব্রাজিল প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর অনুগামীদের প্রবল তাণ্ডব নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। মোদী টুইট করে লুলার পাশে থাকার বার্তা দিয়ে বলেন, 'ব্রাসিলিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে দাঙ্গা ও ভাঙচুরের খবরে গভীরভাবে উদ্বিগ্ন। গণতান্ত্রিক ঐতিহ্যকে সকলেরই সম্মান করতে হবে। ব্রাজিলে বর্তমান কর্তৃপক্ষের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।'
৪. রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা আব্যাহত। এদিন রাহুল গান্ধী কৃষক নেতা রাকেশ টিকাইটের সঙ্গে দেখা করেন। একই সঙ্গে দেশের কৃষি সম্পর্কিত সমস্যা গুলির কথা শোনেন। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে।
৫.ভূগর্ভে তলিয়া যাচ্ছে বদ্রীনাথ ধাসের প্রবেশ দ্বার তথা হিন্দুদের পবিত্র তীর্থক্ষেত্র যোশীমঠ। একনও পর্যন্ত ৬০০টিরএ বেশি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। অধিকাংশ নাগরিকই ঘরছাড়া। ভিটেমাটি হারানোর পাশাপাশি তাদের প্রবল শীতের সঙ্গেও লড়াই করতে হচ্ছে। তবে সবহারাদের পাশে রয়েছে উত্তরাখণ্ডের পুস্কর সিং ধামির সরকার। যোশীমঠ কর্তৃপক্ষ ইতিমধ্যেই ৭০টি ক্ষতিগ্রস্ত পরিবাররকে অন্যত্র স্থানান্তরিত করেছে। বাকিদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। রবিবার জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে গৃহস্থালীর সামগ্রী ও প্রয়োজনীয় জিনিস কিনে দিয়েছে।
Joshimath Sinking: ভূগর্ভে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে যোশীমঠ, জানুন কী বলছেন বিশেষজ্ঞরা
৬.১৩ থেকে ১৭ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে Aero India Show-2023 এর আয়োজন করা হবে। সোমবার কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রক এ তথ্য জানিয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের উদ্দেশে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে ভারত বৈষম্যমূলক সম্পর্কে বিশ্বাস করে না। 'মেক ইন ইন্ডিয়া' শুধু ভারতের জন্য নয়। গোটা বিশ্বের জন্য নিজের দরজা খুলে দিয়েছে ভারত। প্রত্যেককে এই অনুষ্ঠানে স্বাগত।
৭.তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবি সোমবার বিধানসভার অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন। আবারও নতুন করে তামিল সরকারের সঙ্গে রাজ্যপালের বিবাদ শুরু হয়েছে। সোমবার বিধানসভা অধিবেশনের সময় রাজ্য সরকারের তৈরি করে দেওয়া বক্তৃতা রেকর্ড নিয়ে ও রাজ্যপাল প্রথাগত ভাষণ থেকে যে অংশগুলি যোগ করেছে তা এড়িয়ে যেতে বা সরিয়ে দিতে আবেদন জানিয়েছিলেন তামিল মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। বিধানসভায় শুধুমাত্র রাজ্যপালের মূল বক্তব্য রেকর্ড করার জন্য একটি রেজুলেশন গৃহীত হয়েছিল। যা রাজ্য সরকার প্রস্তুত করেছিল- স্পিকার অনুবাদ করেছিল। এই ঘটনার পরই রাজ্যপাল বিধানসভা ত্যাগ করেছেন। জাতীয় সঙ্গীত পর্যন্ত অপেক্ষাও রাজ্যপাল করেননি।
৮.সোমবার বোম্বে হাইকোর্ট আইসিআইসিআই ব্যাঙঅকের প্রাক্তন সিইও ও এমডি ছন্দা কোচর ও তাঁর স্বামী দীপক কোচরকে ঋণ জালিয়াতি মামলায় জামিনে মুক্তি গিয়েছে। বোম্বে হাইকোর্ট জানিয়েছেন, তাদের গ্রেফতারি আইনের বিধান অনুসারে হয়নি। বিচারপতি রেবতী মোহিত দেরে ও পিকে চ্যাবনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, চন্দা কোচর ও দীপক কোচরের গ্রেফতার ফৌজদারীর কার্যবিধির ৪১(এ) ধারা লঙ্ঘন করেছে। আর এই কারণে সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের সামনে উপস্থিত হওয়ার জন্য নোটিশ পাঠান বাধ্যতামূলক।
৯.ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন মামলায়, সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে ১৫ মার্চের মধ্যে নিরাপত্তা বাহিনীর সমস্ত যোগ্য পেনশনভোগীদের বকেয়া পরিশোধ করার নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট প্রাক্তন সৈনিক সমিতিকেও ছাড় দিয়েছে যে তারা যদি কেন্দ্রীয় সরকারের বকেয়া পরিশোধে সন্তুষ্ট না হয় তবে তারা আবার সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে। আদালত বলেছে যে যোগ্যদের ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন জেওয়ার কাজ দ্রুত শেষ করতে হবে।
১০.প্রবল ঠান্ডাট কাঁপছে দিল্লী। শৈত্যপ্রবাহের দাপটে হারকাঁপানো ঠান্ডা উত্তরভারত জুড়ে। পাশাপাশি ঘন কুয়াশার জেরে কমেছে দৃশ্যমানতা। ফলে ব্যহত ট্রেন থেকে বিমান পরিষেবা। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে দৃশ্যমানতা কমে ৫০ মিটারে পৌঁছেছে। বিমানের উড়ান ও অবতরণে সমস্যা হওয়ায় ভোরের দিকের বেশিরভাগ বিমান বাতিল করা হয়েছে। বেলার দিকেও ঘন কুয়াশার জেরে একাধিক বিমানের সময় পরিবর্তন করা হয়। আজ দিল্লি বিমান বন্দর থেকে দেরিতে উড়েছে অন্তত ২০টি বিমান। সন্ধ্যার দিকেও সতর্কতা অবলম্বন করে বিমানের উড়ান ও অবতরণ করা হয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিনে আরও কমবে দিল্লীর তাপমাত্রা। ইতিমধ্যেই বেসরকারি স্কুলগুলিকে ছুটি ঘোষণা করার নির্দেশ দিয়েছে প্রশাসন।