- Home
- India News
- ঘূর্ণিঝড় রেমাল-এর তাণ্ডবের মধ্যেই বর্ষার আগমনি বার্তা, প্রচুর বৃষ্টি হলেও জুনে পিছু ছাড়বে না তাপপ্রবাহ
ঘূর্ণিঝড় রেমাল-এর তাণ্ডবের মধ্যেই বর্ষার আগমনি বার্তা, প্রচুর বৃষ্টি হলেও জুনে পিছু ছাড়বে না তাপপ্রবাহ
- FB
- TW
- Linkdin
মৌসুমি বায়ুর প্রভাব বর্ষা
ভারতে বর্ষাকাল পুরোটাই নিয়ন্ত্রণে করে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। দেশের আবহাওয়া দফতর বলেছে, এবারও মৌসুমি বায়ুর প্রভাবে ৭০ শতাংশ কার্যকর থাকবে।
বর্ষায় বৃষ্টি
আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী চলতি বছর দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ১০৪ শতাংশ বৃষ্টি হোয়ার সম্ভাবনা রয়েছে। যা তুলনামূলকভাবে বেশি।
বেশি বৃষ্টি হবে
হাওয়া অফিসের পূর্বাভাস অনুয়াযী মৌসুমি বায়ুর প্রভাবে জুন- সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
কোথায় কেমন বর্ষা
মধ্য ও দক্ষিণ উপদ্বীপের ভারতে বর্ষা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে, উত্তর-পূর্ব ভারতে স্বাভাবিকের চেয়ে কম এবং উত্তর-পশ্চিম ভারতে স্বাভাবিক বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
বর্ষার অনুকূল পরিস্থিতি
আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ৫ দিনের মধ্যেই কেরলে বর্ষা শুরু অনুকূল পরিস্থিতি তৈরি হবে।
গত বছর বর্ষা
২০২৩ সালে সমগ্র দেশে বৃষ্টি হয়েছিল প্রায় ৯৪ শতাংশ। এবার তার তুলনায় বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবার ১০০ শতাংশের বেশি বৃষ্টির ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।
জুনের তাপমাত্রা
হাওয়া অফিস তাপপ্রবাহ নিয়েও সতর্ক করেছে। বলেছে জুন মাসের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি হতে পারে।
তাপপ্রবাহের স্থান
ভারতের উত্তর-পশ্চিম ভারত এবং কেন্দ্রীয় অঞ্চলের সংলগ্ন অংশে তাপপ্রবাহ হতে পারে বলেও সতর্ক করেছে হাওয়া অফিস।
তাপপ্রবাহ চলছে
গত সপ্তাহেও উত্তর ভারতের একাধিক জায়গায় তাপপ্রবাহ হয়েছে। উত্তর ভারতের একাধিক স্থানের তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি রয়েছে।
এদিন সর্বোচ্চ ৪৮ ডিগ্রি
আবহাওয়া দফতর অনুযায়ী এদিন দিল্লির মুঙ্হেশপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্জ করা হয়েছে। সেখানে ছিল ৪৮.৩ ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয় স্থানে পঞ্জাবের ফরিদকোটে। এদিন তাপমাত্রা ছিল ৪৭ .৪ ডিগ্রি সেলসিয়াস।