সংক্ষিপ্ত

ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠক বসেছিল দিল্লিতে। সেখানেই বিল নিয়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন কল্যাণ-অভিজিৎ

 

ওয়াকফ বিল নিয়ে উত্তাল যৌথ সংসদীয় কমিটির বৈঠক। বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় ও তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় তুমুল তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। শেষপর্যন্ত রেগে গিয়ে কাচের বোতল আছড়ে ভঙেন কল্যাণ। হাত কাটে তৃণমূল সাংসদের। চারখানা সেলাইও পড়ে।

ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠক বসেছিল দিল্লিতে। সেখানেই বিল নিয়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন কল্যাণ-অভিজিৎ। পেশায় দুজনেই আইনজ্ঞ। তর্কাতর্কি মারাত্মক আকার নয়। সেই সময়ই কল্যণ নিজের টেবিলে থাকে একটি কাচের জল ভরা বোতল আছড়ে টেবিলে মারেন। যদিও বিজেপির সাংসদদের অভিযোগ কল্যণ বোতলটি চেয়ারম্যানের দিকে ছুঁড়ে মারতে চেয়েছিলেন। কিন্তু তাতে তিনি ব্যর্থ হয়। কিন্তু সেই বোতলের ভাঙা কাচে হাত কাটে কল্যণের। বুড়ো আঙ্গুল ও কনিষ্ঠায় চোট পান কল্যাণ। হাতে চারটে সেলাই পর্যন্ত করতে হয়েছে।

এই ঘটনার পরই কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়কে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। তাঁর হাতে চারটি সেলাই করা হয়। চিকিৎসা করে তিনি আবারও বৈঠকে যোগ দেন। সেই ছবি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সংবাদ সংস্থার প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়কে বৈঠকস্থলে ফিরিয়ে নিয়ে আসছেন, এআইমিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। সঙ্গে রয়েছেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। কল্যাণকে তাঁরা স্যুপও খাওয়ন।

বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও গত ৮ আগস্ট লোকসভায় পাশ হয়েছিল ওয়াকফ সংশোধনী বিল। বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। বিরোধীরা বিলটি অসাংবিধানিক বলেও দাবি করেছ। দীর্ঘ বিতর্কের শেষে বিল নিয়ে একমত হওয়ার লক্ষ্যেই বিলটি যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। এদিন সেই বিল নিয়েই আলোচনা হয়। তাতেই ধুন্ধুমার বেধে যায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি সাংসদদের মধ্যে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।