সংক্ষিপ্ত
২৪ মে, ২০২৩ শেষ হচ্ছে কর্ণাটকের বর্তমান সরকারের মেয়াদ। তার আগেই সেখানে ভোট করাটা সংবিধান মেনে বাধ্যতামূলক। ২০১৮ সালের মে মাসেই ভোট হয়েছিল কর্ণাটকে।
কর্ণাটকে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। ১০ মে হবে ভোটগ্রহণ। গণনা হবে ১৩ মে। এর মানে এক দফাতেই অনুষ্ঠিত হবে কর্ণাটকের বিধানসভা নির্বাচন।
কর্ণাটকে মোট ২২৪টি বিধানসভা আসন রয়েছে। ইতিমধ্যে কংগ্রেস এবং কিছু রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। কংগ্রেস যদিও প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এখনও বহু আসনে প্রার্থীর নাম ঘোষণা করা বাকি।
২০১৮ সালে কর্ণাটকে নির্বাচনে মোট ২২২টি আসনে প্রথমে ভোট হয়। দুটি আসনে ভোট স্থগিত রাখা হয়েছিল কারণ এই দুই আসনের মধ্যে একটিতে প্রার্থীর মৃত্যু হয়েছিল, অন্যটিতে ছাপ্পা ভোটের অভিযোগ ছিল। পরে অবশ্য এই দুই আসনেই নির্বাচন হয়েছিল। নির্বাচণের ফলাফলে দেখা গিয়েছিল বিজেপি জোট ১০৪টি আসনে জয়ী হয়েছিল। কংগ্রেস পেয়েছিল ৮০টি আসন এবং জনতা দল সেকুলার পেয়েছিল ৩৭টি আসন। কংগ্রেস ও জনতা দল সেকুলার জোট গড়ে প্রথনে সরকার গঠন করেছিল।