সংক্ষিপ্ত

আম আদমি পার্টি কর্মীদের উপর বিজেপির আক্রমণের ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবিতে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেছেন আম আদমি পার্টির সভাপতি অরবিন্দ কেজরিওয়াল।

আম আদমি কর্মীদের উপর বিজেপির আক্রমণের ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবিতে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেছেন আম আদমি পার্টির সভাপতি অরবিন্দ কেজরিওয়াল। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দলীয় কর্মীদের উপর হামলার ঘটনায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে কেজরিওয়ালের এই চিঠি। আপ কর্মীদের উপর হামলা চালাতে বিজেপি প্রার্থীদের গুন্ডারা ঘোরাফেরা করছে বলে অভিযোগ।

শুধু তাই নয়, নির্বাচনী এলাকায় হামলা এড়াতে পর্যবেক্ষক নিয়োগের দাবিও জানিয়েছেন কেজরিওয়াল। কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা আসলে নির্বাচন কমিশনেরই দায়িত্ব। এদিকে এই হামলার জন্য দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তরফ থেকে কোনও গাফিলতি হলে তাদেরকে অবিলম্বে বরখাস্ত করা উচিত বলেও কেজরিওয়াল চিঠিতে উল্লেখ করেছেন।

দিল্লীর চেমসফোর্ড ক্লাব এলাকায় আপ কর্মীদের উপর হামলার অভিযোগে আপের রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিং অভিযোগ দায়ের করেছিলেন। ১ ফেব্রুয়ারি দুপুরে বিজেপি টুপি পরা লোকজন আপ কর্মী গৌরব সিং, সুরেশ আচার্য, প্রণালী রাওয়াত-এর উপর হামলা চালায়। অভিযোগ দায়ের করা হলেও হামলাকারীরা বিজেপি নেতা পরবেশ ভার্মার লোক হওয়ায় পুলিশ তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ। পরে সেই অভিযোগ খারিজও করে দেওয়া হয়। 

এদিকে এই পুলিশ কর্তাদের বরখাস্ত করার দাবি জানিয়েছেন সঞ্জয়। দিল্লীতে বিধানসভা নির্বাচনের মাত্র কয়েকদিন আগে এই অভিযোগ এবং প্রতিঅভিযোগে বেশ জমে উঠেছে।

বাকিটা উত্তর দেবে সময়। নির্বাচনের আগে যেন উদ্বেগ আরও বাড়ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।