সংক্ষিপ্ত
এর আগে এই মামলায় গ্রেফতার হয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া
এবার সিবিআই-এর আতস কাঁচের তলায় দিল্লির মুখ্যমন্ত্রী। আবগারি মামলায় এবার জিজ্ঞাসাবাদের জন্য অরবিন্দ কেজরিওয়ালকে তলব জাতীয় তদন্তকারী সংস্থার। আগামী ১৬ এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য কেজরিওয়ালকে তলব করল সিবিআই। উল্লেখ্য এর আগে এই মামলায় গ্রেফতার হয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। আদালতের নির্দেশে আপাতত জেলবন্দি সিসোদিয়া। এবার সরাসরি জিজ্ঞাসাবাদের জন্য কেজরিওয়ালকেই তলব করল সিবিআই।
দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ শিশোদিয়ার বিরুদ্ধে কয়েকশো কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ তুলেছিল বিজেপি। এবার সাংবাদিকদের সামনে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)-এর ফার্স্ট ইনফরমেশন রিপোর্টের (FIR)-এর কাগজ নাড়িয়ে বিজেপির দাবিকে পুরোপুরি ঝেড়ে ফেলে দিলেন মন্ত্রী মনীশ শিশোদিয়া। এফআইআর পেপার থেকে একের পর এক লাইন উদ্ধৃত করে বিরোধীদের চুপ করিয়ে দিলেন তিনি।
বর্তমানে অরবিন্দ কেজরিওয়াল সরকার দ্বারা বাতিল হওয়া আবগারি নীতিকে দেশের মধ্যে সেরা বলে অভিহিত করে শিশোদিয়া বলেছেন, নীতিটি সম্পূর্ণ স্বচ্ছতা এবং সততার সাথে প্রয়োগ করা হচ্ছিল। তিনি অভিযোগ করেন যে, যদি তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর নীতিটি ব্যর্থ হওয়ার জন্য ষড়যন্ত্র না করতেন এবং তার সিদ্ধান্ত পরিবর্তন না করতেন, তাহলে আজ দিল্লি সরকার "সেরা আবগারি নীতি" থেকে বার্ষিক ১০ হাজার কোটি টাকা আয় করতে পারত।