ঘটনাটি ঘটেছে কেরলের তিরুবনন্তপুরমে। এখানে নেয়াত্তিঙ্কার কাছে পুভারে ক্রিসমাস উদযাপনের অংশ হিসাবে স্থাপিত একটি অস্থায়ী সেতু, ধসে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছে।

বড়দিনের উদযাপনের জন্য সাজানো হয়েছিল একটি অস্থায়ী সেতু। প্রচুর মানুষের ভিড়ে সেই সেতু ভেঙে পড়ে বিরাট বিপর্যয় ঘটল কেরলে।

Scroll to load tweet…



ঘটনাটি ঘটেছে কেরলের তিরুবনন্তপুরমে। এখানে নেয়াত্তিঙ্কার কাছে পুভারে ক্রিসমাস উদযাপনের জন্য স্থাপন করা হয়েছিল একটি অস্থায়ী সেতু, আলো এবং বিভিন্ন কারুকাজ দিয়ে সাজানো হয়েছিল সেতুটি। কিন্তু বড়দিনের আনন্দ উদযাপন করার জন্য এতও মানুষ একই জায়গার উপর এসে পড়েন যে, সেটি অতখানি চাপ নিতে পারেনি। ফলত, ধসে পড়ে অস্থায়ী সেতুটি। 

-

এই ঘটনায় বেশ কয়েকজন মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় পুলিশ এবং উদ্ধারকারি দলের তরফে সোমবার রাতেই শুরু হয়ে গেছে উদ্ধারকাজ। জেলার একজন ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে, এই ঘটনায় প্রায় ৭ থেকে ৮ জন মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন মহিলার পায়ে একটি বড়সড় ফ্র্যাকচার হয়েছে। নিকটস্থ হাসপাতালে প্রত্যেকের চিকিৎসা চলছে।