সংক্ষিপ্ত
- একবার ব্যবহার যোগ্য প্লাস্টিককে নিষিদ্ধ করা হচ্ছে
- সিদ্ধান্ত নিল কেরল সরকার
- আগামী বছর থেকে লাগু হচ্ছে নতুন নিয়ম
- কেন্দ্রও নেমেছে প্লাস্টিক বিরোধী অভিযানে
আগামী বছর পয়লা জানুয়ারি থেকে রাজ্যে নিষিদ্ধ হতে চলেছে একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক। সিদ্ধান্ত নিল কেরল সরকার। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নেতৃত্বে সিদ্ধান্ত নেওয়া হল ক্যাবিনেট বৈঠকে।
২০২০ সালের পয়লা জানুয়ারি থেকে লাগু হতে চলেছে নতুন নিয়ম। এই বিষয়ে বিজ্ঞপ্তিও জারি করেছে কেরল সরকার। পরিবেশ ও জনস্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর ফলে প্লাস্টিকের ক্যারি ব্যাগ, প্লাস্টিক প্লেট, কাপ, থার্মোকলের জিনিসপত্র সবকিছুই নিষেধাজ্ঞার আওতায় চলে আসবে।
প্লাস্টিকের বিপদ সম্পর্কে মানুষকে ,সচেতন করতে উদ্যোগী হয়েছে কেন্দ্রও। ২ অক্টোবর মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকীতে প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান শুরু করেছে মোদী সরকার। কেন্দ্রের নতুন নিয়মে প্লাস্টিক ব্যবহার আটকাতে জরিমানার কথাও বলা হয়েছে। ২০২২ সালের মধ্যে দেশকে সিঙ্গল ইউজ প্লাস্টিক থেকে মুক্ত করতে চাইছে কেন্দ্রীয় সরকার