সংক্ষিপ্ত
কেরলে এই বছর এটি দ্বিতীয় এম-পক্সের ঘটনা। গোটা দেশে এই নিয়ে চলতি বছর তিন জন এম-পক্সে আক্রান্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাব শুক্রবার এর্নাকুলামে মাক্সি পক্স-এ আক্রান্ত আরও এক ব্যক্তির সন্ধান পেয়েছে। সংযুক্ত আরব আমিরশাহী থেকে ফিরেছেন ২৬ বছর বয়সী এক যুক্ত মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে। নিশ্চিত করেছে স্বাস্থ্যদফতর। আক্রান্তব্যক্তি একটি বেসরকিরারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠান হয়েছে। নমুনাগুলি পরবর্তীকালে পুনের ন্যাশানাল ইনস্টিউটিট অব ভাইরোলজিতে জিনোমিক সিকোয়েন্সিং-এর জন্য পাঠান হয়।।
কেরলে এই বছর এটি দ্বিতীয় এম-পক্সের ঘটনা। গোটা দেশে এই নিয়ে চলতি বছর তিন জন এম-পক্সে আক্রান্ত হয়েছে।
এর আগে ১৮ সেপ্টেম্বর মালাপ্পুরমের ইদাভান্নার ৩৮ বছর বয়সী এক ব্যক্তি এই রোগে আক্রান্ত হয়েছিল। তাঁরও বিদেশ ভ্রমণের ইতিহাস রয়েছে। তারপরই সব জেলায় আইসোলেশন সুবিধা স্থাপন করা হয়েছে এবং নজরদারি জোরদার করা হয়েছে। তারপরই কেরলে মাক্সিপক্স প্রতিরোধ ও কার্যকর চিকিৎসকার জন্য নির্দেশিকা জারি করা হয়েছিল। সেই সময়ই স্বাস্থ্য মন্ত্র বলেছে, বাইরে থেকে যারা আসছে তাদের থেকে ছড়াতে পারে। তাই প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
মাঙ্কিপক্স গুটিবসন্তের মতই একচি ভাইরাল রোগ। ভাইরাসটি সংক্রমিত ব্যক্তির থেকে ছড়ায়। এই বছর এই রোগ প্রায় ১৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আফ্রিকার ১০টি দেশে মারাত্মক প্রভাব পড়েছে। আফ্রিকায় মৃত্যুর হারও বেড়েছে মাঙ্কিপক্স থেকে। শিশুদের ওপর বিশেষ প্রভাব পড়েছে। আফ্রিকা সিডিসি অনুসারে কঙ্গোতে আক্রান্তের ৭০ শতাংশই ১৫ বছরের কম বয়সী শিশু। মৃত্যুর হাতও সেখানে ৮৫ শতাংশ।