একসঙ্গে তিন মাসের রেশন দিচ্ছে সরকার, জুন-জুলাই-অগস্টের রেশন একই সঙ্গে তুলে নিন আপনিও
Ration distribution: এবার একসঙ্গে তিন মাসের রেশন দিচ্ছে সরকার। ভারত সরকারের খাদ্য নিরাপত্তা আইনের অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একসঙ্গে তিন মাসের রেশন তুললে এই সুবিধে পাবেন আপনিও।

একসঙ্গে তিন মাসের রেশন
এবার একসঙ্গে তিন মাসের রেশন দিচ্ছে সরকার। ভারত সরকারের খাদ্য নিরাপত্তা আইনের অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেশন বিলি
জুন, জুলাই আর অগস্ট - এই তিন মাসের রেশন একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কারণ একটাই দেশের কয়েক কোটি রেশন কার্ডধারী পরিবারের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।
কারণ
তিন মাসের রেশন একসঙ্গে দেওয়ার প্রধান কারণই হল বর্ষা। বর্ষাকালে রেশন বিলি আর রেশন সংগ্রহ করা দুটোই ঝামেলার। আর সেই কারণেই বর্ষা শুরুর আগেই তিন মাসের রেশন একসঙ্গে দিয়ে দিতে উদ্যোগ।
উদ্দেশ্য
বর্ষার মৌসুমে বৃষ্টি ও বন্যার কারণে ফ্রি রেশন সরবরাহে বাধা এড়ানো, যাতে কোনো পরিবার খাদ্য সংকটে না পড়ে।
করা পাবেন
জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে থাকা দেশের ৮০ কোটি রেশন কার্ডধারীরা এই সুবিধে পাবেন।
বিতরণের সময়
মে মাসের শেষের দিক থেকেই তিন মাসের রেশন একসঙ্গে দেওয়ার কাজ শুরু হয়েছে।
কীকী বিলি
গম, চাল, অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হচ্ছে রেশনকার্ডধারীদের হাতে।
রেশনের পরিমাণ
প্রতিমাসে ৫ কিলোমিটার চাল বা গম বিনামূল্যে দেওয়া দেওয়া হয়। রাজ্য সরকারও অতিরিক্ত খাদ্যসামগ্রী দিয়ে থাকে। সেগুলি অবশ্য রাজ্য সরকার নিজের মত করেই বিলি করবে।
রেশন কার্ডের ই-কেওয়াইসি
রেশন পেতে কার্ডের ই-কেওয়াইসি বাধ্যতামূলক। না হলে রেশন পেতে সমস্যা হবে। আধার-ভিত্তিক ই-কেওয়াইসি প্রকল্পের অপব্যবহার রোধ করে এবং শুধু যোগ্য ব্যক্তিদের সুবিধা নিশ্চিত করে।
বিশেষ ব্যবস্থা
তিন মাসের রেশন বিতরণ ছাড়াও, সরকার ফর্টিফাইড চাল সরবরাহের মাধ্যমে পুষ্টি উন্নত করছে। এটি এনিমিয়া এবং অন্যান্য পুষ্টিহীনতার সমস্যা মোকাবিলায় সহায়তা করবে।

