সংক্ষিপ্ত
যুবকদের গাড়ি তীব্র বেগে এতে ধাক্কা মাকে স্কুটার আরোহীকে। তারপর সেই স্কুটি-কে টেনে হিঁচড়ে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে দিল্লির সুলতানপুরী এলাকায়।
এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হল দিল্লি শহরবাসী। বর্ষবরণের রাতে দিল্লির শহরে ঘটল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। রবিবার ভোর রাতে ঘটনাটি ঘটে। একটি ২০ বছরের তরুণী নিহত হন ঘটনা। ওই তরুণী স্কুটি করে যাচ্ছিলেন। তার পিছন থেকে একটি গাড়ির ধাক্কা মারে। এখানেই শেষ নয়, তারপর সেই মহিলাকে চার কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়।
ঘটনায় গ্রেফতার করা হয়েছে পাঁচ জনকে। পাঁচ অভিযুক্তের নাম দীপক খান্না (২৬), অমিত খান্না (২৫), কৃষাণ (২৭), মিঠুন (২৬), মনোজ মিত্তাল (২৭)। চলছে ঘটনার তদন্ত।
পুলিশ সূত্রে খবর, বেপরোয়া গাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। যুবকদের গাড়ি তীব্র বেগে এতে ধাক্কা মাকে স্কুটার আরোহীকে। তারপর সেই স্কুটি-কে টেনে হিঁচড়ে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে দিল্লির সুলতানপুরী এলাকায়। রবিবার ভোরে ঘটনাটি ঘটে।
ভোর সাড়ে তিনটে খবর আসে পুলিশ কন্ট্রোল রুমে খবর আসে। খবর আসে একটি গাড়ি একটি বডিকে টেনে নিয়ে যাচ্ছে। চারটের পর খবর আশে রাস্তায় এক মহিলার দেহ পড়ে আছে। তারপরেই দেহ উদ্ধার করে পুলিশ, শুরু হয় ঘাতক গাড়ির খোঁজ। তদন্তে নামে পুলিশ। তারপর পুলিশ এই পাঁচ জনকে আটক করে।
দিল্লি মহিলা কমিশনের চেয়ারম্যান স্বাতী মালিওয়াল দাবি করেছেন, গাড়িতে যারা ছিল তারা মত্ত অবস্থায় ছিল। মামলার বিশদ জানতে চেয়ে ও নববর্ষের প্রাক্কালে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য নেওয়া ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। টুইটে তিনি লিখেছেন, ‘মদ্যপ অবস্থায় কয়েকজন ব্যক্তি গাড়ি চালাচ্ছিল। সেই গাড়ি ধাক্কা মারে এক তরুণীর স্কুটারে। তারপর কয়েক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। উদ্ধার করার পর দেখা যায় তরুণীর দেহে পোশাক ছিল না। ঘটনাটি খুবই ভীতিকর। আমি প্যানেলের সামনে হাজির হওয়ার জন্য দিল্লি পুলিশকে সমন জারি করছি। নববর্ষ উপলক্ষে কী নিরাপত্ত ব্যবস্থা ছিল? ’
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের শারীরিক পরীক্ষা চলছে। মদ্যপান করেছিল কি না তার পরীক্ষা চলছে। দেহ পাঠানো হয়েছে মঙ্গোলপুরীর সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে। সেখানে হবে ময়নাতদন্ত। এক পুলিশ কর্তা জানান, প্রাথমিত তদন্তে জানা গিয়েছে যে দুর্ঘটনার পরে, মহিলার দেহ চাকায় আটকে গিয়েছিল। বেশ কিছু দূর পর্যন্ত টেনে নিয়ে গিয়েছে দেহ। তবে, ঘটনার তদন্ত চলছে। কেন এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ।
আরও পড়ুন-
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দফতর উড়িয়ে দেওয়ার হুমকি ফোন, নাগপুরে কড়া পুলিশি প্রহরা