সংক্ষিপ্ত

বান্ধবীকে ধর্ষণের ভিডিও মোবাইলে তুলে রাখা হয়। 

অন্ধ্রপ্রদেশে আইন বিভাগের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রেমিক এবং তাঁর বন্ধুদের গ্রেফতার করল পুলিশ। গত অগাস্টে মাসে এই ঘটনাটি ঘটে। মানসিকভাবে বিপর্যস্ত সেই যুবতী সম্প্রতি আত্মহত্যার চেষ্টা করেন। আর এরপরেই বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পারেন। এরপর সেই ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ব্যবস্থা নেয়। ছাত্রীর প্রেমিক সহ প্রত্যেক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মেয়েটির প্রেমিক বংশী এবং তার তিন বন্ধুকে মঙ্গলবার পুলিশ গ্রেফতার করে। প্রেমিকের সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও দেখিয়ে হুমকি দিয়ে যুবতীকে ধর্ষণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বংশী এবং মেয়েটি এক বছরেরও বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন। অগাস্টে যুবতীকে বিশাখাপত্তনমের কৃষ্ণনগরের বন্ধুর বাড়িতে নিয়ে যায় অভিযুক্ত প্রেমিক। সেখানেই বংশী যুবতীকে ধর্ষণ করে বলে জানা যাচ্ছে।

বংশী তার প্রেমিকাকে ধর্ষণ করার মুহূর্তাঁ তরই এক বন্ধুর মোবাইলে তুলে রাখে। পরে সেই  দেখিয়ে বংশীর তিন বন্ধু যুবতীকে ধর্ষণ করে। এরপর প্রকাশ্যে সেই ধর্ষণের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ঘটনাটি সম্পর্কে কাউকে না জানিয়ে, মানসিকভাবে বিপর্যস্ত যুবতী গত ১৮ নভেম্বর বাড়িতে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু যুবতীর বাবা তাঁকে দেখে উদ্ধার করেন। এরপর মেয়েটি তাঁর সঙ্গে ঘটে যাওয়া ভয়ঙ্কর নির্যাতনের কথা পরিবারের সদস্যদের জানায়। খবর পেয়ে পরিবার পুলিশে অভিযোগ দায়ের করে। এরপর পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে।