পহেলগাম হামলার পর বিষ্ণোই গ্যাং পাকিস্তানকে হুমকি দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় হুমকি দিয়ে বলা হয়েছে, এক লাখের সমান জঙ্গিকে মারবে।
পহেলগাম হামলা: জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় গোটা দেশে ক্ষোভ বিরাজ করছে। ২২ এপ্রিলের এই হামলায় ২৬ জন নিহত হন। জেলবন্দী গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল পাকিস্তানের কাছ থেকে এই হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছে।।
গ্যাং এই হামলার প্রতিশোধ নেওয়ার কথা বলেছে পাকিস্তানের কাছে
বিশ্নোই গ্যাং পাকিস্তানকে হুমকি দিয়েছে যে তারা এমন একজনকে মারবে যার মূল্য এক লাখের সমান। এই হুমকি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। এতে ২৬/১১ জঙ্গি হামলার মাস্টারমাইন্ড এবং লস্কর-ই-তৈবার প্রধান হাফিজ সাইদের ছবিতে লাল রঙের ক্রস চিহ্ন দেওয়া হয়েছে।
এর সাথে লেখা, "কাশ্মীরের পহেলগামে হামলা করে নিরীহ মানুষকে কোনও অপরাধ ছাড়াই মেরেছে। এর প্রতিশোধ আমরা শীঘ্রই নেব। পাকিস্তানে ঢুকে এমন একজনকে মারব যার মূল্য এক লাখের সমান।"
Scroll to load tweet…


