শিবরা গ্রামে জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসে একটি চিতাবাঘ। হাঁড়ির মধ্যে মাথা ঢোকানোর পরেই সে পড়ে যায় বিপদে।

জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল পূর্ণ বয়স্ক চিতা, বনের খাবার খেয়ে শেষে ইচ্ছে হয়েছিল গৃহস্থের ঘরে উঁকি মারার। সেই কাণ্ড করতে গিয়েই ঘনিয়ে এল দুঃসময়। হাঁড়ির মধ্যে মাথা আটকে ফেলে সারা এলাকার লোকজনকে ভয়ে আত্মারাম খাঁচাছাড়া করে দিলেন বাঘমামা! 

-

সাংঘাতিক কাণ্ড ঘটেছে মহারাষ্ট্রের ধুলে-তে। ধুলে একালার সাক্রি তালুকের শিবরা গ্রামে জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসে একটি চিতাবাঘ। হাঁড়ির মধ্যে মাথা ঢোকানোর পরেই সে পড়ে যায় বিপদে। কিছুতেই মাথা বের করতে না পেরে ছটফট করতে থাকে শার্দূল! সেই ঘটনা দেখতে সম্পূর্ণ গ্রামবাসীদের ভিড় জমে যায়। আশেপাশে অনেক মানুষের উপস্থিতি বুঝতে পেরে আরও আতঙ্কে পড়ে যায় বাঘটি। 

-

গ্রামবাসীদের পক্ষ থেকে অবশেষে বন দফতরকে খবর দেওয়া হয়। বন দফতরের কর্মীরা পশু চিকিৎসকদের সঙ্গে নিয়ে আসেন। প্রায় ৫ ঘণ্টা ধরে দীর্ঘ চেষ্টা চালানোর পর অবশেষে চিতাবাঘটিকে উদ্ধার করা সম্ভব হয়। দেখুন সেই ঘটনার ভিডিও – 


Scroll to load tweet…