Liquor Price Drops: সুরাপ্রেমীদের জন্য মন ভালো খবর তো বটেই। দাম কমছে মদের। 

Liquor Price Drops: ব্রিটিশ বিয়ার ব্র্যান্ডগুলি বর্তমানে ভারতে আগের তুলনায় অনেকটাই কম দামে পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। আসলে এতদিন ব্রিটেনে তৈরি বিয়ারের উপর মোট ১৫০% পর্যন্ত কর ধার্য ছিল। 

যা এখন মুক্ত বাণিজ্য চুক্তির পর, নেমে এসেছে ৭৫%-তে। ফলে, স্বাভাবিকভাবেই ব্রিটিশ বিয়ার ব্র্যান্ডগুলির দাম অনেকটাই কমবে। সেইসঙ্গে, কেন্দ্রীয় সরকার ব্রিটিশ স্কচের উপর থেকেও ট্যাক্স আগের তুলনায় অনেকটাই কমিয়ে দিয়েছে।

FTA চুক্তি

এফটিএ-র অধীনে থাকা ব্রিটেনের ওয়াইনের উপর কোনওরকম শুল্ক ছাড় দেওয়া না হলেও বিয়ারের উপর সীমিত আমদানি শুল্কের সুবিধা দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। দুই দেশই গত ৬ মে, মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) অধীনে গোটা আলোচনার সমাপ্তি ঘোষণা করেছে।

আর কীসের দাম কমবে?

যে সমস্ত কৃষি পণ্যের উপর ভারত কোনও আমদানি শুল্ক কমাবে না, তার মধ্যে রয়েছে দুগ্ধজাত পণ্য, আপেল, পনির, ওটস, পশু এবং উদ্ভিজ্জ তেল। জানা যাচ্ছে, বাণিজ্য চুক্তিতে অন্যান্য অনেক কৃষিপণ্যের সঙ্গে ওয়াইনও বাদের তালিকায় রয়েছে এবং ব্রিটিশ বিয়ারের উপর সীমিত শুল্কের ছাড় দেওয়া হচ্ছে।

এই এফটিএ চুক্তি ভারতে ব্রিটিশ স্কচ হুইস্কি এবং গাড়ির দাম অবশ্য কমিয়ে দেবে। অন্যদিকে, ভারত থেকে আসা পোশাক এবং চামড়াজাত পণ্যের উপর আমদানি শুল্ক কমাবে ব্রিটেন। এই চুক্তি অনুযায়ী, ভারত চুক্তির ঠিক দশম বছরে গিয়ে ব্রিটিশ হুইস্কির উপর শুল্ক ১৫০% থেকে কমিয়ে ৭৫% এবং তারপর আরও ৪০% নামিয়ে আনবে।

তবে একটা বিষয় পরিষ্কার। ব্রিটিশ বিয়ার ব্র্যান্ডগুলির দাম অনেকটাই কমবে। সেইসঙ্গে, কেন্দ্রীয় সরকার ব্রিটিশ স্কচের উপর থেকেও ট্যাক্স আগের তুলনায় অনেকটাই কমিয়ে দিয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।