Coronavirus LIVE, চিনকে টপকে গেল ভারত, দেশে আক্রান্তের সংখ্যা ৮৫ হাজারের বেশি
করোনাভাইরাসের জেরে তৈরি হওয়া মহামারীর চিত্রটা বদলালো না শনিবারওও। গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা ৪৬ লক্ষ ছাড়িয়ে গেল। মারণ ভাইরাসের বলি হয়েছেন ৩ লক্ষেরও বেশি মানুষ। এদিকে বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে ভারতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশে এখনও পর্যন্ত ৮৫ হাজারেরও বেশি মানুষের শরীরে মিলেছে সংক্রমণ। এরফলে আক্রান্তের সংখ্যায় এবার চিনকে ছাড়িয়ে গেল ভারত। ভারতে ও বিশ্বব্যপী এই মহামারী সংক্রান্ত সর্বশেষ খবরাখবর জানতে চোখ রাখুন এখানে -
- FB
- TW
- Linkdin
কিছুদিন আগেই সিবিএস'র পরীক্ষার শুরু দিন ঘোষণা করা হয়েছে, আজ প্রকাশিত হবে পরীক্ষার রুটিন।
'আজ আমাদের দরিদ্র মানুষের অর্থের প্রয়োজন। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করছি যেন তিনি এই প্যাকেজটি পুনর্বিবেচনা করেন। তাঁর সরাসরি ব্য়াঙ্ক ট্রান্সফার করে কৃষকদের কাছে পাঠানো উচিত। কারণ এই লোকেরা আমাদের ভবিষ্যত।' এমনটাই টুইট করে জানালেন রাহুল গান্ধী।
২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হলেন আরও তিনজন জওয়ান। দেশজুড়ে সিআইএসএফ-এ আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১১৮।
মহারাষ্ট্রের পরিযায়ী শ্রমিকরা লকডাউনের কারণে কর্মহীন। তাঁরা নিজ রাজ্যে ফেরার জন্য সাইকেলেই রওনা দিয়েছেন। বাসে ইউপি যাওয়ার পথে এক শ্রমিক জানিয়েছেন, "আমরা আমাদের বাড়িতে পৌঁছতে চাই। ট্রেনের জন্য আমরা পোর্টালে আবেদন করেছিলাম তবে এখনও ওয়েটিং রয়েছে"।
াজ বিকেল ৪টা ফের সাংবাদিক সম্মেলন করবেন অর্থমন্ত্রী।
আরিয়াতে পথদুর্ঘটনায় পরিযায়ী শ্রমিকদের মৃত্যু।
করোনা আক্রান্তের সন্ধান মেলার পর ২ দিন স্যানিটাইজেশনের জন্য বন্ধ ছিল দিল্লির গাজীপুরের ফল ও সবজি বাজার। আজ থেকে খুলে গেল বাজার।
করোনাকে জয় করে বিশ্বে সুস্থ হয়েছেন ১৭ লক্ষ ৫৮ হাজার ৩৯ জন।
পৃথিবীতে করোনা সংক্রমণে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩ লক্ষ ৮ হাজার ৬৪৫ জন।