কর্ণাটকে করোনা আক্রান্তের সংখ্যা ৪৮০। সুস্থ হয়ে উঠেছেন ১১২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমণ ১৮ জনের শরীরে।
দিনে দিনে বেড়েই চলেছে সংখ্যা। এবার করোনাভাইরাসে বিশ্বে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪ লক্ষের বেশি। প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৬৫ হাজারেরও বেশি মানুষ। তবে এর মধ্যেও রয়েছে আশার আলো। মারণ ভাইরাসকে জিতে সুস্থ হয়ে উঠেছেন ৬ লক্ষেরও বেশি মানুষ। এদিকে আমেরিকাতে জারি রয়েছে মৃত্যু মিছিল। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ২ হাজারের কাছাকাছি মানুষ। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৭ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। ভারতে ও বিশ্বব্যপী এই মহামারী সংক্রান্ত সর্বশেষ খবরাখবর জানতে চোখ রাখুন এখানে -
কর্ণাটকে করোনা আক্রান্তের সংখ্যা ৪৮০। সুস্থ হয়ে উঠেছেন ১১২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমণ ১৮ জনের শরীরে।
দেশে চিকিৎসাকর্মীদের উপর হামলার প্রতিবাদে কালো ব্যাজ পরবেন ডাক্তাররা।
উত্তরাখণ্ডের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দাবি রাজ্যের মুখ্যমন্ত্রীর।
করোনার বিরুদ্ধে যুদ্ধ করছেন স্বাস্থ্যকর্মী ও পুলিশ বাহিনী, জীবণের ঝুঁকি নিয়ে কাজ করছেন তাঁরা, আর তাঁদের উপরেই ঘটছে একের পর এক হামলা, এবার বেঙ্গালুরুতে তাণ্ডব দেখাল উন্মত্ত জনতা। পশ্চিম বেঙ্গালুরুর পদরাইয়ানাপুরা এলাকার বাসিন্দা ৩ জনের শরীরে গত সপ্তাহে পরীক্ষার পর কোভিড ১৯ পজিটিভ বের হয়। এই তিনজই দিল্লির নিজামুদ্দিনে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সংক্রমণের খবর প্রশাসনের কাথে আসতেই এলাকা সিল করে দেওয়া হয়। রবিবার রাতে ওই ৩ ব্যক্তির সংস্পর্শে আসা ৫৮ জনকে কোয়ারেন্টাইনে নিয়ে যেতে এলাকায় আসেন স্বাস্থ্যকর্মীরা। সঙ্গে ছিল পুলিশবাহিনীও। সেই সময় তাঁদের দিকে তেড়ে যায় প্রায় ২০০ স্থানীয় বাসিন্দা। ভাঙচুর করা হয় ব্যারিকেড। মেরে তাড়ান হয় স্বাস্থ্যকর্মীদের। ইতিমধ্যে মারধরের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশএ করোনা সংক্রমণের শিকার ১,৫৩৩ জন। দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭,২৬৫।
বিমানের টিকিং বুকিং নিয়ে নয়া নির্দেশিকা, ৪ মে থেকে বিমানের টিকিট বুকিং নেওয়া যাবে না, বুকিং নেওয়া বন্ধ করতে বলল ডিজিসিএ, এয়ার ইন্ডিয়া টিকিট বুকিং নেওয়া শুরু করেছিল।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃতের সংখ্যা ৫৯৬। ব্রিটেনে মৃতের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়ে গেল।
করোনা সংক্রমণে আমেরিকায় মৃত্যু মিছিল ৪০ হাজার ছুঁয়ে ফেলল।
আজ থেকে দেশজুড়ে হাইওয়েগুলিতে শুরু হল টোল সংগ্রহ।
করোনা পরিস্থিতি নিয়ে জি ২০ দেশগুলির স্বাস্থ্যমন্ত্রীদের বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিলেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।
গত ২৪ ঘণ্টায় আমেরিকায় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ১,৯৯৭ জনের।
৭ মে পর্যন্ত রাজ্যে লরডাউনের মেয়াদ বৃদ্ধি করল তেলেঙ্গনা সরকার।
ভারতে রবিবার রাত পর্যন্ক করোনা সংক্রমণের শিকার ১৭,৬১৫ জন।
করোনাকে জয় করে এখনও পর্যন্ত বিশ্বে সুস্থ হয়ে উঠেছে ৬ লক্ষ ১৭ হাজার ১৩ জন।
করোনা সংক্রমণে বিশ্বে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬৫ হাজার ৫৮ জনের।
গোটা বিশ্বে এখনও পর্যন্ত করোনা সংক্রমণের শিকার ২৪ লক্ষ ৬ হাজার ৯০৫ জন।