10:01 AM (IST) May 08

৫৬ হাজার ছাড়াল আক্রান্তের সংখ্যা

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের শিকার ৩,৩৯০ জন।

Scroll to load tweet…
09:05 AM (IST) May 08

পরিযায়ী শ্রমিকদের পিষে দিল ট্রেন

আর বাড়ি ফেরা হল না একদল পরিযায়ী শ্রমিকের, ঘুমন্ত শ্রমিকদের উপর দিয়ে চলে গেল মালবাহী ট্রেন, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে, রেল লাইনের উপর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন শ্রমিকরা।

Scroll to load tweet…
08:17 AM (IST) May 08

ফের করোনায় আক্রান্ত পুলিশ

দিল্লিতে ফের করোনা সংক্রমণের শিকার এক পুলিশ আধিকারিক।

08:15 AM (IST) May 08

করোনায় আক্রান্ত ট্রাম্পের সহযোগী

মার্কিন নৌবাহিনীর সদস্য ও প্রেসিডেন্ট ট্রাম্পের এক সহযোগীর কোভিড ১৯ পরীক্ষার ফল এল পজিটিভ।

08:13 AM (IST) May 08

ফ্রান্সে মৃতের সংখ্যা প্রায় ২৬ হাজার

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ১৭৮ জনের। ফলে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫,৯৮৭।

08:10 AM (IST) May 08

ঘরে ফিরলেন পরিযায়ী শ্রমিকরা

৯২১ জন পরিযায়ী শ্রমিককে নিয়ে তেলেঙ্গনার হায়দরাবাদ থেরে রাজস্থানের যোধপুরে পৌঁছল শ্রমিক স্পেশাল ট্রেন।

Scroll to load tweet…
08:08 AM (IST) May 08

আমেরিকায় ৭৫ হাজার ছাড়াল মৃতের সংখ্যা

গত ২৪ ঘণ্টায় মার্কিন মুলুকে করোনার বলি ২,৪৪৮ জন। এখনও পর্যন্ত দেশটিতে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৭৫,৫৪৩ জনের।

Scroll to load tweet…
08:07 AM (IST) May 08

বাজারে ভিড় অব্যাহত

দিল্লির গাজিপুর সব্জি বাজারে মানুষের ভিড় অব্যাহত লকডাউনেপ মাঝেই।

Scroll to load tweet…
08:05 AM (IST) May 08

চলছে পুলিশের নজরদারি

দিল্লি-গুরুগ্রাম সীমানায় নজরদারি চালাচ্ছে পুলিশ। 

Scroll to load tweet…
08:04 AM (IST) May 08

সুস্থ হয়েছে ১৩ লক্ষের বেশি

করোনা যুদ্ধ জিতে সুস্থ হয়েছেন ১৩ লক্ষ ৪৩ হাজার ৫৪ জন।

08:03 AM (IST) May 08

মৃতের সংখ্যা বেড়েই চলেছে

এখনও পর্যন্ত গোটা বিশ্বে করোনা প্রাণ কেড়েছে ২,৭০ হাজার ৭১১ জনের।

08:02 AM (IST) May 08

৪০ লক্ষ ছুঁতে চলল আক্রান্তের সংখ্যা

গোটা বিশ্বে এখনও পর্যন্ত করোনা সংক্রমণের শিকার ৩৯ লক্ষ ১৬ হাজার ৩৩৭ জন।