কেরলে বিদেশ ফেরত ২ জনের শরীরে করোনা সংক্রমণ মিলল শনিবার। পলে রাজ্যটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে ১৭ হল।
বিশ্বে ৪০ লক্ষ পেরিয়ে গেল করোনা আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত এই মারণ ভাইরাসের আক্রমণে মৃত্যু হয়েছে ২ লক্ষ ৭৬ হাজারেরও বেশি মানুষের। চিন্তা বাড়িয়ে ভারতেও প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে এদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৯ হাজার ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ফের তিন হাজার পেরিয়েছে। মৃতের সংখ্যা দুই হাজারের কাছাকাছি পৌঁছে গেছে। ভারতে ও বিশ্বব্যপী এই মহামারী সংক্রান্ত সর্বশেষ খবরাখবর জানতে চোখ রাখুন এখানে -
কেরলে বিদেশ ফেরত ২ জনের শরীরে করোনা সংক্রমণ মিলল শনিবার। পলে রাজ্যটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে ১৭ হল।
লকডাউনে গোয়ায় অপরাধের সংখ্যা কমল ৬৭ শতাংশ।
ঢাকা থেকে ১২৯ জন যাত্রীকে নিয়ে এল এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান।
গৌতম বুদ্ধ নগরে মোবাইল কারখানায় ২০০ জন কর্মীকে নিয়ে খুলল মোবাইল কারখানা।
লুধিয়ানায় আজ থেকে খুলে দেওয়া হল রেস্তোরাঁ।
করোনাভাইরাসের কারণে দেশজুড়ে লকডাউন, আর তাতেই লোকসানে পড়েছেন আম ব্যবসায়ীরা।
আরজি কর হাসপাতালের একজন নার্স করোনা আক্রান্ত। ইতিমধ্য়েই ৩ জন চিকিৎসক ও ৭ জন নার্সকে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে।
করোনায় দেশের মৃত্যু হার ৩.৩ শতাংশ। জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে কোনও উদ্যোগ নিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার। ক্ষোভ উগরে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
টালিগঞ্জের বাসিন্দা বছর বাহান্নর নিতাইদাস মুখোপাধ্যায় কলকাতার পরিচিত এক জন সমাজসেবী। গত ২৯ মার্চ প্রচণ্ড জ্বর এবং তীব্র শ্বাসকষ্ট নিয়ে তিনি ভর্তি হন ঢাকুরিয়ার আমরি হাসপাতালে। পর দিনই তাঁর লালারসের নমুনা পজিটিভ পাওয়া যায়। হাসপাতাল সূত্রে খবর, তীব্র শ্বাসকষ্ট হওয়ায় তাঁকে ৩০ মার্চই ভেন্টিলেশনে দেওয়া হয়। শুক্রবার বিকেলে তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। টানা ৩৮ দিন কোনও কোভিড পজিটিভ রোগী ভেন্টিলেশনে থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, এমন উদাহরণ মিরাকল আগে ঘটেনি বলে দাবি চিকিৎসকদের।
গত ২৪ ঘণ্টায় সংক্রমণের শিকার হয়েছেন ৩,৩২০ জন।
ভারতে জুলাইয়ের শেষে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটার আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'হু'-র
হরিদ্বারের গঙ্গায় অস্থি বিসর্জনের ছাড়পত্র দিল উত্তরাখণ্ড সরকার।
১৭৭ জন ভারতীয়কে নিয়ে দুবাই থেকে চেন্নাইতে এল এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান।
হোয়াইট হাউসে দ্বিতীয় করোনা আক্রান্ত ব্যক্তির খোঁজ মিলল। সংক্রমণের শিকার মার্কিন ভাইস প্রেসিডেন্টের মুখপাত্র।
দেশে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে লকডাউনের মেয়াদ ২০ দিন বাড়িয়ে দিল কুয়েত।
সোমবার থেকে খুলেছে দেশের মদের দোকানগুলি। শনিবারও ভিড়ের চিত্রটা বদলালো না রাজধানীতে।
বন্দে ভারত মিশনে বিদেশের মাটিতে আটকে পড়া ভারতীয়দের নিয়ে আজ এদেশে আসছে এয়ার ইন্ডিয়ার ৪টে বিশেষ ফ্লাইট।
করোনা সংক্রমণকে জয় করে সুস্থ হয়েছেন ১৩ লক্ষ ৮৫ হাজার ১৩৫ জন।
করোনা এখনও পর্যন্ত প্রাণ কেড়েছে ২ লক্ষ ৭৬ হাজার ২১৬ জনের।