বিহারের মোট ১২৫টি আসনে এনডিএ যে জয়ী হয়েছে সে কথা ঘোষণা করে দিল নির্বাচন কমিশন, এনডিএ- ১২৫ আসনে জয়ী (বিজেপি ৭৪, জেডিইউ ৪৩, এইএএম- ৪, ভিআইপি ৪)
মহাজোট ১১০টি আসনে জয়ী (আরজেডি- ৭৫, কংগ্রেস ১৯, সিপিআইএম(এল)- ১২, সিপিআইএম- ২, সিপিআই-২, অন্যান্য -৮
Live Results Update- বিহারে সরকার গঠনের দাবিদার এনডিএ, সর্ববৃহৎ দলের তকমা পেল আরজেডি

বিহারের ২৪৩টি আসনে ভোট গণনা-কে ঘিরে আজ সকলের চোখ পূর্বভারতের এই রাজ্যের উপরে। করোনা আবহের মধ্যেই এবার বিহারে ভোট হচ্ছে। এমনকী, করোনাবিধি-কে বলবৎ করেই ভোট হয়েছে। করোনাভাইরাসের মধ্যে দেশে বিহারের ভোট-ই প্রথম কোনও বড় ধরনের নির্বাচন। ২৮ অক্টোবর বিহারে প্রথম দফার ভোট হয়। এই দফায় ৭১টি আসনে ভোট হয়েছিল। ৩ নভেম্বর বিহারে দ্বিতীয় দফার ভোটগ্রহণ হয় ৯৪টি আসনে। ৭ নভেম্বর ছিল বিহার নির্বাচনের শেষদফা। শেষদফায় ৭৮টি আসনে ভোটগ্রহণ হয়। বিহারের নির্বাচনের মধ্যেই দেশের ৫৬ টি বিধানসভা আসনেও উপনির্বাচন হয়েছে। সেইসব আসনের ভোটগ্রহণও আজ।
বিহারে জয়ী এনডিএ, ঘোষণা নির্বাচন কমিশনের
ম্যাজিক ফিগার থেকে পিছিয়ে এনডিএ
শেষবেলায় চমক দেখাচ্ছে তেজস্বী যাদবের মহাজোট। ম্যাজিক ফিগার থেকে পিছিয়ে রয়েছে এনডিএ। এনডিয়ে এগিয়ে রয়েছে ১২০ কেন্দ্রে। মহাজোট এগিয়ে রয়েছে ১১৫ কেন্দ্রে।
বিজেপির মধ্যপ্রদেশ জয়
মধ্যপ্রদেশের ২৮টি আসনের মধ্যে বিজেপির দখলে রয়েছে ১০টি আসন। এগিয়ে রয়েছে ১৮টিতে। কংগ্রেস জিতেছে একটিতে। এগিয়ে রয়েছে ৮টিতে।
ঝাড়খণ্ডে খাতা খোলেনি বিজেপির
ঝাড়খণ্ডের দুটি আসনে জয়ী কংগ্রেস ও ঝাড়খণ্ড মুক্তিমোর্চা।
RJD বনাম BJPর লড়াই বিহারে
কে হবে একক বৃহত্তম দল। আরজেডির সঙ্গে জোর টক্কর বিজেপির। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আরজেডি এগিয়ে রয়েছে ৬৯টি আসনে। ৬টিতে ইতিমধ্যেই জয়ী হয়েছে। বিজেপি এগিয়ে রয়েছে ৬৭টি আসনে। ৬টিতে জিতেছে বিজেপি।
বিহারে নেতৃত্ব নিয়ে কোনও সমস্যা নেইঃ বিজেপি
বিহারে ক্ষমতায় ফিরছে এনডিএ সরকার। এখনও পর্যন্ত নেতৃত্ব নিয়ে কোনও সমস্যা নেই। জানিয়েছেন বিজেপি নেতা সঞ্জয় জয়সওয়াল। অর্থাৎ জোটের মুখ্যমন্ত্রী হবেন নীতিশ কুমার। অন্যদিকে সূত্রের খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নীতিশ কুমারের সঙ্গে কথা বলেছেন নির্বাচনী ফলাফল নিয়ে।
বিহারে জেডিইউ সমর্থকদের জয় উদযাপন
১২৩টি আসনে এগিয়ে রয়েছে এনডিএ। আরও একবারের জন্য ক্ষমতা আসতে চলেছে এনডিএই। জেডিইউ কর্মীদের জয় উদযাপন দলীয় কার্যালয়ের সামনে।
বিহারে এগিয়ে এনডিএ
নির্বাচনী কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী ১২৪টি আসনে এগিয়ে এনডিএ। মহাজোট এগিয়ে ১০৯টি আসনে।
মধ্যপ্রদেশে নিশ্চিত শিবরাজ সরকার
২৮টি কেন্দ্রের মধ্যে একটিতে জয়ী বিজেপি। এগিয়ে রয়েছে ১৯টিতে।
গুজরাতে এগিয়ে বিজেপি
গুজরাতে ৮টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ৫টিতে এগিয়ে বিজেপি। তিনটি কেন্দ্রীয় জয় বিজেপি প্রার্থীদের। মুখ্যমন্ত্রী বিজয় রুপানি দলীয় কার্যালয়ে জয়ের আনন্দ ভাগ করে নিচ্ছেন দলের কর্মীদের সঙ্গে।
নির্বাচন কমিশনের ঘোষণা
দারভাঙ্গা গ্রামীণ কেন্দ্র থেকে জয়ী রাষ্ট্রীয় জনতা দলের লতিত যাদব। ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন জানিয়েছে, বিজেপি এগিয়ে ১২৯টি আসনে। মহাজোট এগিয়ে ১০৩টি আসনে।
মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পোস্টাল ব্যালট জমা পড়েছে, এই গুলোর গণনাও আজ হবে
পিছিয়ে পড়লেও মহাজোটের জয়ের ব্যাপারে আশাবাদী আরজেডি সাংসদ মনোজ ঝা
বিহার নির্বাচনের গণনায় পিছিয়ে পড়ে ইভিএম-কে দায় আরজেডি-র, অভিযোগকে নসাৎ নির্বাচন কমিশনের
পাটনায় বিজেপি-র প্রদেশ দপ্তরের সামনে ভিড় সমর্থকদের
গুজরাট উপনির্বাচনে এগিয়ে বিজেপি
গুজরাটে ৮ বিধানসভা আসনে উপনির্বাচনে এগিয়ে বিজেপি, কংগ্রেস একটি আসনেও এগিয়ে নেই, এই ট্রেন্ড পরিষ্কার হতেই কংগ্রেস-কে ডুবন্ত জাহাজ বলে কটাক্ষ মুখ্যমন্ত্রী বিজয় রূপাণির
মধ্যপ্রদেশ উপনির্বাচনে এগিয়ে বিজেপি
২৮ বিধানসভা আসনের উপনির্বাচনে ২১টি আসনে এগিয়ে বিজেপি
বাজি ফাটিয়ে উৎসব বিজেপি-র
পাটনা-তে বিজেপি-র আবির খেলা
পাটনায় বিজেপি-র মহিলা মোর্চার আবির খেলা শুরু
এক নজরে এই মুহূর্তের ট্রেন্ড
এই মুহূর্তের ট্রেন্ড- এনডিএ- ১২৭ (জেডিইউ- ৪৯, বিজেপি- ৭২, এইচএএম- ০১, ভিআইপি- ০৬)
মহাজোট- ১০৫ (আরজেডি- ৬৫, কংগ্রেস ২১, বাম ১৯)
অন্যান্য- ১১ (আরএলএসপি - ০০, বিএসপি- ০২, এআইএমআইএম- ০৩, এসপি- ০০, এলজেপি- ০২)