মা কাত্যায়নীর দুই হাতেই পদ্ম, আশীর্বাদ পাচ্ছি আমরা, মন্তব্য মোদীর
লোকসভা ভোটের প্রাক্কালে রবিবার ইস্তেহার প্রকাশ করল বিজেপি। অভিন্ন দেওয়ানি বিধি এবং এক দেশ এক ভোট এজেন্ডা। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে ব্যাখ্যা করেছেন।
‘আজ অত্যন্ত পবিত্র দিন। দেশের অনেক রাজ্যেই আজ নববর্ষ পালন করা হচ্ছে। আজ নবরাত্রির ষষ্ঠ দিনে আমরা মা কাত্যায়নীর কাছে প্রার্থনা করছি। তাঁর দুই হাতেই পদ্ম আছে। এটা কাকতালীয় হলেও, আমাদের কাছে বিশাল আশীর্বাদ। আজ আম্বেদকর জয়ন্তীও বটে। সারা দেশ বিজেপি-র সঙ্কল্প পত্রের অপেক্ষায়। গত ১০ বছরে দল সব প্রতিশ্রুতিই বাস্তবায়িত করেছে। এই সঙ্কল্প পত্র সারা দেশের উন্নয়নের চারটি শক্তিশালী স্তম্ভ- যুবসমাজ, মহিলা, দরিদ্র ও কৃষকদের ক্ষমতায়নের কথা বলছে', বিজেপি-র ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে মন্তব্য নরেন্দ্র মোদীর।
Read more Articles on