সংক্ষিপ্ত

শুক্রবার কংগ্রেসের ইস্তেহার প্রকাশের পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। কংগ্রেসের ইস্তেহারে ভারতের জমি ও নদী হিসেবে থাইল্যান্ড, নিউ ইয়র্কের ছবি দেখানো হয়েছে।

কংগ্রেসের ইস্তেহার নিয়ে তীব্র আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। তিনি কংগ্রেসের ইস্তেহারের সঙ্গে মুসলিম লিগের দাবির সামঞ্জস্য খুঁজে পেয়েছেন। কংগ্রেসের সঙ্গে আধুনিক ভারতের উচ্চাশার কোনও সম্পর্ক নেই বলেও দাবি করেছেন মোদী। শনিবার উত্তরপ্রদেশের সাহারানপুরে এক জনসভায় কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন মোদী। তিনি বলেছেন, ‘আজকের ভারতের আশা-আকাঙ্খা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কংগ্রেস। কংগ্রেসের ইস্তেহারে মুলসিম লিগের ছাপ স্পষ্ট হয়ে গিয়েছে। স্বাধীনতার আগে মুসলিম লিগ যে সমস্ত দাবির কথা বলত, কংগ্রেসের ইস্তেহারে সেই সমস্ত কথাই বলা হয়েছে। এছাড়া কংগ্রেসের ইস্তেহারের কিছু অংশে বামপন্থীদের প্রভাবও দেখা যাচ্ছে। এই ইস্তেহারে কংগ্রেসের কোনও চিহ্ন নেই।’

মুসলিম লিগ নিয়ে অস্বস্তিতে কংগ্রেস

কেরালায় ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। বিজেপি-র পাশাপাশি বামপন্থীরাও কংগ্রেসকে আক্রমণ করেছ। কিছুদিন আগেই বিদেশের মাটিতে এক অনুষ্ঠানে মুসলিম লিগকে ধর্মনিরপেক্ষ বলে দাবি করেছিলেন রাহুল গান্ধী। কিন্তু বুধবার তিনি যখন ওয়েনাড়ের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে যান, তখন মিছিলে মুসলিম লিগের পতাকা দেখা যায়নি। এরপরেই কংগ্রেসকে কটাক্ষ করে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, ‘কংগ্রেস এমন জায়গায় নেমে গিয়েছে যে তারা সাম্প্রদায়িক শক্তিকে ভয় পাচ্ছে। প্রকাশ্যে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের পতাকা দেখানোর সাহস পাচ্ছে না কংগ্রেস। পতাকার বিষয়ে কংগ্রেসের অবস্থান দেখিয়ে দিচ্ছে, তারা ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের ভোট চায়, কিন্তু তাদের পতাকাকে স্বীকৃতি দিতে নারাজ।’

ইন্ডিয়া জোটকে আক্রমণ মোদীর

কংগ্রেসের পাশাপাশি ইন্ডিয়া জোটকেও আক্রমণ করেছেন মোদী। তাঁর দাবি, এই জোট পরিবারতন্ত্র ও দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে। এবারের লোকসভা নির্বাচনে বিজেপি তথা এনডিএ বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে বলেও দাবি মোদীর।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Indian Union Muslim League: 'রাহুল কি ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের জন্য লজ্জিত?' কটাক্ষ স্মৃতির

Congress Manifesto: বিজেপি-কে আক্রমণ করতে হাতিয়ার থাইল্যান্ড, নিউ ইয়র্কের দৃশ্য! কংগ্রেসের ইস্তেহার নিয়ে বিতর্ক

YouTube video player