সংক্ষিপ্ত
এবারের লোকসভা নির্বাচনে প্রার্থী হননি কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তবে তিনি বিভিন্ন জায়গায় দলীয় প্রার্থীদের হয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন।
রায়বরেলিতে দাদা রাহুল গান্ধীর হয়ে প্রচারে গিয়ে বিতর্কে জড়ালেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বিনামূল্যে ৫ কেজি রেশন দেওয়া নিয়ে বিজেপি-কে আক্রমণ করেন। বিজেপি ও কেন্দ্রীয় সরকারের স্লোগান 'আত্মনির্ভর ভারত' নিয়ে কটাক্ষ করে প্রিয়াঙ্কা বলেন, '৫ কেজি রেশন কাউকে আত্মনির্ভর করবে না। বরং সরকারের প্রতি নির্ভরশীল করে তুলবে। ৫ কেজি রেশনের বদলে কর্মসংস্থান হলে যুবসমাজ নিজেদের পায়ে দাঁড়াতে পারবে।' এই মন্তব্য নিয়ে প্রিয়াঙ্কাকে আক্রমণ শুরু করেছে বিজেপি। এমনকী, কংগ্রেস যদি কেন্দ্রে ক্ষমতায় আসে, তাহলে বিনামূল্যের রেশন ব্যবস্থা বন্ধ করে দেবে বলেও দাবি করছে গেরুয়া শিবির।
প্রিয়াঙ্কাকে আক্রমণ অখিলেশ মিশ্রর
রেশন নিয়ে প্রিয়াঙ্কার মন্তব্যের নিন্দা করেছেন বিজেপি নেতা অখিলেশ মিশ্র। তিনি 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, ‘প্রিয়াঙ্কা গান্ধীর মন্তব্য অত্যন্ত বিপজ্জনক। প্রধানমন্ত্রী মোদীর বিনামূল্যের রেশন ও কর্মসংস্থানের মধ্যে কোনও একটি বেছে নেওয়ার কথা বলে কী ইঙ্গিত দিচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী? প্রধানমন্ত্রী মোদী আরও ৫ বছর যে বিনামূল্যের রেশন প্রকল্প চালিয়ে যাওয়ার কথা বলেছেন, সেটি কি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে কংগ্রেস?’
মোদীকে কটাক্ষ করতে গিয়ে পাল্টা আক্রমণের মুখে প্রিয়াঙ্কা
বিজেপি ও নরেন্দ্র মোদীকে কটাক্ষ করতে গিয়ে বিনামূল্যে রেশন ও কর্মসংস্থানের মধ্যে পার্থক্য করতে গিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের পাল্টা আক্রমণের মুখে পড়েছেন প্রিয়াঙ্কা। কর্ণাটকের বিজেপি নেতা সানি রাজ 'এক্স' হ্যান্ডলে পোস্ট করেছেন, ‘কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, ৫ কেজি রেশন ভবিষ্যৎ গড়ে দেবে না। তিনি বিনামূল্যের রেশনের বিরুদ্ধে কথা বলছেন। ওদিকে তাঁর দাদা রাহুল গান্ধী প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন, খটা খট বিনামূল্যে টাকা দেবেন। দশকের পর দশক ধরে গরিবদের বিনামূল্যে রেশন দিতে পারেনি। আজ তারা মোদী সরকারের বিনামূল্যে রেশনকে ব্যঙ্গ করছে।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
'অম্বানি-আদানি নিয়ে চুপ কেন?' রাহুল গান্ধীকে পাল্টা তোপ নরেন্দ্র মোদীর- উত্তর দিলেন প্রিয়াঙ্কা
Congress Vs BJP:কেন নরেন্দ্র মোদী গুজরাট থেকে ভোটে লড়েন না? কারণ জানালেন প্রিয়াঙ্কা গান্ধী
Congress Vs BJP:কেন নরেন্দ্র মোদী গুজরাট থেকে ভোটে লড়েন না? কারণ জানালেন প্রিয়াঙ্কা গান্ধী