সংক্ষিপ্ত
এবারের লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হতে আর ৩ সপ্তাহও বাকি নেই। সবরকম প্রস্তুতি চালাচ্ছে নির্বাচন কমিশন। ভোটগ্রহণ ও ভোট গণনা নিয়ে বিশেষ প্রস্তুতি চলছে।
এবারের লোকসভা নির্বাচনে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) জমা পড়া ভোটের পাশাপাশি ভোটার ভেরিফায়েড পেপার অডিট ট্রেইলের (ভিভিপ্যাট) সব স্লিপ গণনা করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়েছে। এই আর্জি জানিয়েছেন আইনজীবী ও সমাজকর্মী অরুণ কুমার আগরওয়াল। একই আর্জি জানিয়েছে অসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)। এই আর্জিতে বলা হয়েছে, ‘সব ভিভিপ্যাট স্লিপই গণনা করা উচিত। ভোটাররা যাতে ইভিএম-এ ভোট দেওয়ার পাশাপাশি ব্যালট বক্সে ভিভিপ্যাট স্লিপ ফেলার সুযোগ পান, সেটা নিশ্চিত করা উচিত।’ এই আবেদনের ভিত্তিতে নির্বাচন কমিশনকে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।
সব ভিভিপ্যাট স্লিগ গণনা করা হবে?
নির্বাচন কমিশনের এখনকার নিয়ম অনুযায়ী, সব ভিভিপ্যাট স্লিপ গণনা করা হয় না। প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে ৫টি ইভিএম বেছে নিয়ে সেগুলির সঙ্গে থাকা ভিভিপ্যাটের স্লিপ গণনা করা হয়। অনেকদিন ধরেই সব ভিভিপ্যাট স্লিপ গণনার নিয়ম চালু করার দাবি উঠছে। এবার সুপ্রিম কোর্টের বিচারক বি আর গাভাই ও বিচারক সন্দীপ মেহতার বেঞ্চে এ বিষয়ে আবেদন জমা পড়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী নেহা রাঠির মাধ্যমে এই আবেদন জমা দেওয়া হয়েছে। এই আবেদনে নির্বাচন কমিশনের বর্তমান নিয়ম বদল করার নির্দেশ দেওয়ার আর্জি জানানো হয়েছে। ইভিএম ও ভিভিপ্যাট স্লিপ একইসঙ্গে গণনার নিয়ম চালু করার আর্জি জানানো হয়েছে। এর ফলে যেমন ভোটের ফলের বিষয়ে যেমন নিশ্চিত হওয়া যাবে, তেমনই ভোটের ফল প্রকাশে বিলম্বও হবে না।
কীভাবে সব ভিভিপ্যাট স্লিপ গণনা করা হবে?
সুপ্রিম কোর্টে ভোট গণনা সংক্রান্ত আবেদনে আরও বলা হয়েছে, ইভিএম ও সব ভিভিপ্যাট স্লিপ একসঙ্গে গণনা করতে হলে আরও কর্মী প্রয়োজন। ঠিকমতো ব্যবস্থা করতে পারলে ৫ থেকে ৬ ঘণ্টার মধ্যেই সব ভিভিপ্যাট স্লিপ গণনা করা সম্ভব।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Congress: লোকসভা নির্বাচন চলাকালীন কংগ্রেসের বিরুদ্ধে ব্যবস্থা নয়, জানিয়ে দিল আয়কর বিভাগ
দিল্লির গদিতে কাকে চাইছে দেশ, দেখে নিন এশিয়ানেট নিউজের সমীক্ষার ফলাফল
Rahul Gandhi: 'ম্যাচ ফিক্সিং ছাড়া বিজেপি ১৮০-এর বেশি আসন পাবে না,' কটাক্ষ রাহুলের