সংক্ষিপ্ত
লোকসভা নির্বাচনের আবহে দলবদল অব্যাহত। এবার দলবদল করলেন অলিম্পিক্সে পদকজয়ী বক্সার বিজেন্দর সিং। তাঁর বিজেপি-তে যোগদান রাজনৈতিক মহলে বিস্ময় সৃষ্টি করেছে।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে দক্ষিণ দিল্লি কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হয়েছিলেন। তারপরেও কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। রাহুল গান্ধীর সঙ্গে 'ভারত জোড়া যাত্রা'-য় সামিল হয়েছিলেন। কুস্তিগীরদের যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে বিজেপি সাংসদ তথা ভারতীয় কুস্তি ফেডারেশনের অপসারিত সভাপতি ব্রিজভূষণ শরণ সিংকে তীব্র আক্রমণ করেছিলেন। কিন্তু লোকসভা নির্বাচনের ঠিক আগে বিজেপি-তে যোগ দিলেন অলিম্পিক্সে পদকজয়ী বক্সার বিজেন্দর সিং। তিনি লোকসভা নির্বাচনে প্রার্থীও হতে পারেন। বুধবার নয়াদিল্লিতে গেরুয়া শিবিরে যোগ দিলেন বিজেন্দর। তাঁকে দলে স্বাগত জানালেন বিজেপি জাতীয় সম্পাদক বিনোদ তাওড়ে। লোকসভা নির্বাচনের আগে বিজেন্দরের মতো তারকা বিজেপি-তে যোগ দেওয়ায় খুশি গেরুয়া শিবির।
ঘরে ফিরলেন বিজেন্দর
বিজেপি-তে যোগ দিয়ে বিজেন্দর বলেছেন, ‘আমার বিজেপি-তে যোগদান একপ্রকার ঘরে ফেরা। দেশের উন্নয়ন এবং মানুষের সেবা করার জন্যই আমি আজ বিজেপি-তে যোগ দিলাম। আমি খারাপকে খারাপ আর ভালোকে ভালো বলব। অ্যাথলিটদের উন্নতির লক্ষ্যে কাজ চালিয়ে যাব। মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে বিশ্বজুড়ে ক্রীড়াবিদরা যে সম্মান পাচ্ছেন, তা প্রশংসনীয়।’
কংগ্রেস প্রার্থী হতে না পেরেই বিজেপি-তে বিজেন্দর!
কয়েকদিন আগেই রাহুলের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট শেয়ার করেন বিজেন্দর। সেই পোস্টে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেন রাহুল। এরপরেই বিজেপি-তে যোগ দিলেন বিজেন্দর। কংগ্রেস সূত্রে খবর, উত্তরপ্রদেশের মথুরায় বিজেন্দরকে প্রার্থী করা নিয়ে আলোচনা চলছিল। কিন্তু সেই আলোচনা ফলপ্রসূ না হওয়াতেই হয়তো দল বদল করলেন এই বক্সার। তাঁর নিজের রাজ্য হরিয়ানা ছাড়াও রাজস্থান, উত্তরপ্রদেশে জাঠ সম্প্রদায়ের ভালো প্রভাব রয়েছে। বিজেন্দরও জাঠ সম্প্রদায়ের। ফলে এই বক্সার দলে যোগ দেওয়ায় লোকসভা নির্বাচনে লাভবান হতে পারে বিজেপি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
PM Modi: 'বাছাই করে ময়দান ছাড়া করুন', রাহুল গান্ধীর মন্তব্যের পাল্টা তোপ নরেন্দ্র মোদীর