Ahmedabad Plane Crash: বৃহস্পতিবার দুপুরে আমেদাবাদ বিমানবন্দরের কাছে ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা। বিমান ভেঙে পড়ে বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা। এই ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। সবাই দুর্ঘটনাগ্রস্ত বিমানে থাকা যাত্রীদের জন্য প্রার্থনা করছেন।
Plane crash near Ahmedabad airport: প্রায় ২৫০ যাত্রী নিয়ে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার (Air India) বিমান। এই মারাত্মক দুর্ঘটনা ঘটেছে গুজরাটের আমেদাবাদ বিমানবন্দরের (Ahmedabad airport)। এয়ার ইন্ডিয়ার এই বিমান লন্ডনের (London) উদ্দেশে রওনা হয়েছিল। কিন্তু ওড়ার কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে বিমানটি। মেঘানিনগর অঞ্চলের কাছে ধারপুর অঞ্চলে ভেঙে পড়েছে বিমানটি। ওই অঞ্চল ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়েছেন। জরুরি পরিষেবা বিভাগের কর্মীরাও ঘটনাস্থলে গিয়েছেন। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে উদ্ধারকার্যের উপর জোর দেওয়া হচ্ছে। তারপর এই ঘটনার তদন্ত শুরু হবে। তবে বিমানে যাঁরা ছিলেন, তাঁদের কারও বেঁচে থাকার আশা রয়েছে কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। সব যাত্রীরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
ঠিক কী হয়েছিল?
আমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর (Sardar Vallabhbhai Patel International Airport) সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর একটা বেজে ১৭ মিনিটে এয়ার ইন্ডিয়ার বিমানটি উড়ান শুরু করে। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (Boeing 787-8 Dreamliner) লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে (Gatwick Airport) যাওয়ার কথা ছিল। বিমানটিতে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু মেম্বার ছিলেন। বিমানটিতে কোনওরকম যান্ত্রিক ত্রুটি ছিল কি না, সে বিষয়ে তদন্ত করা হবে। উড়ান শুরু করার কিছুক্ষণ পরেই বিমানটি ভেঙে পড়ার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, সেটাও তদন্ত করে দেখা হবে।
খোঁজ নিলেন অমিত শাহ
আমেদাবাদে এই বিমান দুর্ঘটনার বিষয়ে খোঁজ নেওয়ার জন্য গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের (Gujarat Chief Minister Bhupendra Patel) সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ঘটনাস্থলে যাচ্ছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নাইডু (Civil Aviation Minister K Rammohan Naidu)। শোকপ্রকাশ করেছেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান (Yusuf Pathan)। তিনি সব যাত্রীর সুরক্ষার জন্য প্রার্থনা করার কথা জানিয়েছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


