সংক্ষিপ্ত
সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধী বলেন, কংগ্রেসের প্রধান লক্ষ্যই হল দরিদ্র ও মধ্যবিত্ত ভারতীয় পরিবারের কল্যাণ সাধন করা। রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৫০ টাকা বাড়ানোর পরেই তিনি এই মন্তব্য করেন।
রান্নার গ্যাসের দাম বেড়েছে এক ধাক্কায় ৫০ টাকা। কেন্দ্রীয় সরকার এতদিন পর্যন্ত গৃহস্থের রান্নার গ্যাসের জন্য যে ভর্তুকি দিয়ে আসত এবার তা তুলে দিয়েছে। মধ্যবিত্তের হেঁসেলে আগুন লাগার মতই অবস্থা। মধ্যেবিত্তের সেই ক্ষোভকে কাজে লাগাতেই আসরে নামলেন রাহুল গান্ধী। তিনি রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে জানিয়ে দিলেন কংগ্রেসের জামনায় দুটি সিলিন্ডারের মোট দামের সমন বিজেপি আমলের একটি সিলিন্ডারের দাম। রাহুল গান্ধী এদিন সরাসরি ইউপিএ আমলের গ্যাস সিলিন্ডারের দাম ও বিজেপির আমলের গ্যাস সিলিন্ডারের দাম তুলে ধরে খোঁটা দেন নরেন্দ্র মোদীর সরকারকে।
সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধী বলেন, কংগ্রেসের প্রধান লক্ষ্যই হল দরিদ্র ও মধ্যবিত্ত ভারতীয় পরিবারের কল্যাণ সাধন করা। রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৫০ টাকা বাড়ানোর পরেই তিনি এই মন্তব্য করেন। রাহুল গান্ধীর দাবি কংগ্রেস আর্থাৎ ইউপিএ আমলে রান্নার গ্যাসের দাম ছিল ৪১০ টাকা। সেইসময় ভর্তুকি দেওয়া হত ৮২৭ টাকা। আর বর্তমানে সিলিন্ডারের দাম হয়েছে ৯৯৯ টাকা। কেন্দ্রীয় সরকার মধ্যবিত্ত ও দরিদ্রদের জন্য কোনও রকম ভর্তুকি দেয় না। গতকালই রাহুল গান্ধী বলেছেন এই দেশের মানুষ চরম মুদ্রাস্ফীতি, বেকারত্ব ও একটি খারাপ শাসনব্যবস্থার বিরুদ্ধে কঠিন যুদ্ধ চালাচ্ছে।
যাইহোক তেল বিপণন সংস্থাগুলি দিল্লিতে ১৪.২ কিজে এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে ৯৯৯ টাকা ৫ পয়সা করেছে। আগে ছিল ৯৪৯.০৫ টাকা। আন্তর্জাতিক দামের সঙ্গে যুক্ত রয়েছে এলপিজির দাম। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে আগামী দিনে আরও দাম বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
তবে বেশ কয়েক দিন ধরেই রাহুল গান্ধীকে আক্রামণ করে যাচ্ছে বিজেপি। নেপালের নাইটক্লাবের পার্টি থেকে শুরু করে তেলাঙ্গনার রাহুলের মন্তব্য- সব কিছুই নিয়েই রাহুলকে খোঁচা দিচ্ছে। তবে সেই ইস্যুতে এখনও পর্যন্ত মুখ খোলেননি রাহুল গান্ধী। তবে বিজেপিকে আক্রমণ করতে তিনি হাতিয়ার করতে চাইছেন কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতিগুলিকে।
তেলাঙ্গনায় গিয়েছিলেন রাহুল গান্ধী। অমিত মালব্যর পোস্ট করা ভিডিওটিতে দেখা যাচ্ছে সেখানে তিনি কথা বলেন কংগ্রেসের নেতাদের সঙ্গে। দলের সদস্যদের রাহুল গান্ধী জিজ্ঞাসা করেন, 'আজকের থিম কী, আমাকে ঠিক কী বলতে হবে?' দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকের সেই ভিডিও ফাঁস করেছেন অমিত মালব্য। ভিডিওটির শেষে দেখা যাচ্ছে রাহুল বলছেন, 'দয়া করে এটা বন্ধ করুন।' অর্থাৎ রেকর্ডিং বন্ধ করার কথা বলেছেন তিনি। যদিও এই ভিডিওর সত্যতা এশিয়ানেট নিউজ বাংলা যাচাই করেনি।
এই ভিডিও পোস্ট করেই অমিত মালব্য বলেছেন, 'গতকাল রাহুল গান্ধী তেলাঙ্গনায় তাঁর সমাবেশের সঙ্গে আগে কৃষকদের সঙ্গে দেখা করেছিলেন। তার আগেই তিনি জানতে চেয়েছেন থিমটি কী হবে। আর তাঁকে কী কী বলতে হবে।' বিজেপি নেতা আরও বলেছেন ব্যক্তিহত বিদেশ ভ্রমণ, নাইক্লাবের সঙ্গে রাহুল গান্ধী দেশের রাজনীতিকে গুলিয়ে ফেলেছেন। তিনি আরও বলেন রাহুল গান্ধী মনে করেন দেশের মানুষ কিছুই বোঝে না।