- Home
- India News
- দুর্দান্ত খবর! মহিলাদের ভাতা বেড়ে হবে ২১০০, বয়স ২১ হলেই করতে পারবেন আবেদন, বছর শেষে চমক রাজ্য সরকারের
দুর্দান্ত খবর! মহিলাদের ভাতা বেড়ে হবে ২১০০, বয়স ২১ হলেই করতে পারবেন আবেদন, বছর শেষে চমক রাজ্য সরকারের
- FB
- TW
- Linkdin
রাজ্যের আর্থিক ভাবে দুর্বল মহিলাদের পাশে থাকা চেষ্টা করে থাকে রাজ্য। তাদের সাহায্য করতেই চালুন করা হয়েছে ভাতা।
শুধু মহিলা নয়, পড়ুয়া থেকে বৃদ্ধ- বর্তমানে সকলেই পেয়ে থাকেন ভাতা। সকলের জন্য আছে ভিন্ন ভিন্ন প্রকল্প।
পশ্চিমবঙ্গে আছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে তরুণের প্রকল্প থেকে কন্যাশ্রী-যুবশ্রী।
এবার রাজ্যের মহিলাদের ভাতা বেড়ে হবে ২১০০। মাত্র ২১ বছর বয়স হলেই করতে পারবেন আবেদন। বছর শেষে নয়া চমক রাজ্য সরকারের।
নতুন বছর থেকে অধিক টাকা পেতে চলেছেন রাজ্যের মহিলারা। তেমনই ২১ বছর থেকে ৬৫ বছর বয়স পর্যন্ত মিলবে এই ভাতা।
সদ্য বিজেপি এক নেতা সুধীর মুনগান্টিওয়া জানিয়েছেন নতুন সরকার গঠন হলে মহিলাদের ভাতা বেড়ে হবে ২১০০ টাকা। বর্তমানে মিলছে ১৫০০।
ভাতা বাড়তে চলেছে মহারাষ্ট্রে। সেখানে মাঝি লারকি বহিন যোজনার টাকা বেড়ে হবে ২১০০। বর্তমানে মাসে দেড় হাজার টাকা করে পান মহিলারা।
আপাতত এই ভাতা বৃদ্ধির বিষয়টি আছে আলোচনা স্তরে। মেলেনি নিশ্চিত খবর।
তবে, মহারাষ্ট্রের দরিদ্র ও অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণির মহিলাদেরই দেওয়া হয় এই ভাতা। এই টাকা ঢোকে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
নারী শক্তি দূত অ্যাপের দ্বারা আবেদন করতে হয় মাঝি লারকি বহিন যোজনার। শীঘ্রই বাড়তে পারে এই যোজনার টাকা।