Digital Arrest News: ৪০ দিনে ৫৮ কোটি টাকার প্রতারণার শিকার হলেন মহারাষ্ট্রের এক বাহাত্তর বছরের বৃদ্ধ। ডিজিটাল অ্যারেস্টে দেশে এই সর্বোচ্চ অংকের প্রতারণা হলো। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Digital Arrest News: ডিজিটাল অ্যারেস্টে দেশে সর্বোচ্চ অঙ্কের প্রতারণা! ৫৮ কোটি টাকা খোয়ালেন মুম্বইনিবাসী ৭২ বছরের বৃদ্ধ।সরকারি অফিসারের পরিচয়ে সাইবার প্রতারণার জাল তৈরি করা হয়েছিল। সেই জালেই পা দিয়েছিলেন বৃদ্ধ। ৪০ দিন ধরে সেই প্রতারণার জালে ফেঁসেছিলেন ওই ব্যক্তি। আর তাতেই সব মিলিয়ে ৫২ কোটি টাকা খোয়ালেন ৭২ বছরের এক বৃদ্ধ। ওষুধ প্রস্তুতকারক সংস্থার কর্মী ছিলেন তিনি।
ডিজিটাল অ্যারেস্ট কী?
ঘটনার সূত্রপাত গত ১৯ অগস্ট। সেদিন প্রথমবার বৃদ্ধের কাছে একটি ফোন আসে। প্রতারক নিজেকে ইডি আধিকারিক বলে পরিচয় দেয়। বৃদ্ধের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনি টাকা রয়েছে, এই অভিযোগ এনে একটানা ৪০ দিন ধরে বৃদ্ধকে ‘ডিজিটাল অ্যারেস্ট’ করে রেখে প্রতারণা চালানো হয়।
বৃদ্ধ এবং তাঁর স্ত্রীকে দফায় দফায় ৫৮ কোটি ১৩ লক্ষ টাকা নির্দিষ্ট কয়েকটি অ্যাকাউন্টে পাঠাতে বলা হয়েছিল। ভীত দম্পতি প্রতারকদের কথা মতোই কাজ করেন। ৭ আগস্টে প্রথমবার সন্দেহ হয় তাঁদের। এরপর পুলিশের দ্বারস্থ হন তাঁরা।
পুলিশ সূত্রের খবর, ৪০ দিন ধরে নানা ভাবে নানা সময়ে ফোন করে ওই বৃদ্ধকে হেনস্থা করা হয় এবং প্রতারণার জালে ফাঁসানো হয়। অভিযোগ, ভিডিয়ো কলে থানা ও আদালতের ভুয়ো সেট আপ দেখিয়ে ভয় দেখানো হয়েছিল ৭২ বছরের ওই বৃদ্ধকে। এ ভাবেই ধাপে ধাপে ৪০ দিন ধরে ২৭ বার একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন করা হয়েছিল। আর সে ভাবেই ৫২ কোটি টাকা সাফ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে, লোকেশন লুকোনোর জন্য ভিপিএন ব্যবহার করেছিল প্রতারকরা। অভিযুক্তদের খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করেছে সাইবার সেল।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


