সংক্ষিপ্ত
- উদ্ধভ ঠাকরেই ত্রিদলীয় জোট সরকারের মুখ্যমন্ত্রী
- ঠিক ছিল এনসিপি ও কংগ্রেস থেকে দুইজন উপমুখ্যমন্ত্রী হবেন
- বুধবার এই ফর্মুলায় রদবদল হল
- একজনই ডেপুটি হবেন উদ্ধব-এর
প্রথমে ঠিক ছিল মহারাষ্ট্রে শিবসেনা-এনসিপি-কংগ্রেস ত্রিদলীয় জোট সরকারে শিবসেনা থেকে মুখ্যমন্ত্রী ও বাকি দুই দদল থেকে একজন করে উপমুখ্যমন্ত্রী করা হবে। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতের ত্রিদলীয় বৈঠকে সেই মতো মুখ্।মন্ত্রী পদে উদ্ধব ঠাকরে ও উপমুখ্যমন্ত্রী হিসেবে জয়ন্ত পাতিল ও বালাসাহেব তোরাটের নাম চূড়ান্ত হয়েছিল। কিন্তু বুধবার আবার ক্ষমতা ভাগাভাগির ফর্মুলায় রদবদল হল।
পরিবর্তিত ফর্মুলায় মহারাষ্ট্র একজনই উপমুখ্যমন্ত্রী পেতে চলেছে, আর সেই পদটি পাচ্ছে জোটের দ্বিতীয় শক্তি এনসিপি। অর্থাৎ এনসিপির মনোনীত নেতা জয়ন্ত পাতিলই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন। কংগ্রেস এদিন উপমুখ্যমন্ত্রীর ছেড়ে দিয়েছে। তাদের পরিবর্তে বিধানসভার স্পিকারের পদটি দেওয়া হবে।
সর্বশেষ খবর অনুযায়ী তিন দলের মন্ত্রীসভা ভাগাভাগির য়ে ফর্মুলা চূড়ান্ত হয়েছে তা হল -
শিবসেনা - মুখ্যমন্ত্রী ও ১৫ জন মন্ত্রী
এনসিপি - উপমুখ্যমন্ত্রী ও ১৩ জন মন্ত্রী
কংগ্রেস - বিধানসভার স্পিকার ও ১৩ জন মন্ত্রী