মেঘালয়েও 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্প চালুর প্রতিশ্রুতি মমতার, বললেন মহিলাদের দেওয়া হবে মাসে ১ হাজার টাকা

মেঘালয় সফরে মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি জানান বিজেপি সরকার মেঘলয় ও উত্তর পূর্বের রাজ্যগুলিকে অবহেলা করেছে, পাশাপাশি ভোটে জিতলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালুর প্রতিশ্রুতি দেন মমতা।

/ Updated: Dec 13 2022, 06:02 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মেঘালয় সফরে মমতা বন্দ্যোপাধ্যায় | মঙ্গলবার মেঘালয়ার তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে একটি সাংবাদিক সম্মেলনে বসেন তিনি | তিনি জানান বিজেপি সরকার মেঘলয় ও উত্তর পূর্বের রাজ্যগুলিকে অবহেলা করেছে | মেঘালয় ও উত্তর পূর্বের রাজ্যগুলির উন্নয়নের জন্য তেমন কোনও কাজ করেনি বিজেপি | এই রাজ্যগুলিকে চূড়ান্ত অবহেলা করেছে কেন্দ্র | তিনি আরও বলেন রাজ্যের উন্নয়নই তাঁর কাছে অগ্রাধিকার পাবে | এদিন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের প্রতি মাসে ১ হাজার চাকা করে দেওয়ার কথাও ঘোষণা করে দেন |