Waterlogged Flyover: এবারের বর্ষা নির্ধারিত সময়ের আগে শুরু হয়ে অগাস্টের চতুর্থ সপ্তাহেও চলছে। এর ফলে দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য মানুষ সমস্যায় পড়েছেন। বিশেষ করে যাঁদের বিভিন্ন কাজে রোজ বাড়ির বাইরে যেতে হয় তাঁদের সমস্যা বেশি।

DID YOU
KNOW
?
স্বচ্ছ ভারত অভিযান
স্বচ্ছ ভারত অভিযানের প্রভাব সারা দেশেই দেখা যাচ্ছে। অনেকের মধ্যেই দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতনতা দেখা যাচ্ছে।

Good Samaritan: ইংরাজিতে বিশেষ এক শব্দ 'গুড সামারিটান'। এই শব্দের মাধ্যমে এমন এক ব্যক্তির কথা বলা হয় যিনি স্বেচ্ছায় রাস্তায় দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে এমনই এক ব্যক্তিকে দেখা যাচ্ছে। এই ব্যক্তি অবশ্য দুর্ঘটনার শিকার হওয়া কারও দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেননি। তিনি দুর্ঘটনা রোখার জন্য আগাম ব্যবস্থা নিয়েছেন। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এই ব্যক্তি জলমগ্ন উড়ালপুলের উপর দিয়ে মোটরবাইকে চড়ে যাচ্ছিলেন। বাইকে তিনি একাই ছিলেন। হঠাৎ জলের মধ্যে তিনি বাইক থামালেন। পাশ দিয়ে চলে গেল একটি টোটো। এরপর ওই ব্যক্তি হেলমেট খুলে বাইকের উপর রেখে উড়ালপুলের নর্দমাগুলির মুখ থেকে ঘাস-আবর্জনা সরাতে শুরু করলেন। খালি হাতেই এক এক করে নর্দমাগুলির মুখ খুলতে শুরু করলেন ওই ব্যক্তি। তিনি হাত দিয়ে জল বের করার চেষ্টাও শুরু করলেন। একসময় পিঠ থেকে ব্যাগ নামিয়ে নর্দমার মুখে বসে পড়ে তিনি সব জল বের করে দিলেন। 

উচ্ছ্বসিত সোশ্যাল মিডিয়া

এই ভিডিও দেখে বহু মানুষ প্রশংসা করছেন। যে ব্যক্তি এভাবে উড়ালপুল থেকে জল বের করলেন, তাঁর পরিচয় এখনও জানা যায়নি। এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) ট্যাগ করে লিখেছেন, ‘দয়া করে এই ব্যক্তিকে চিহ্নিত করুন এবং সংবর্ধনা দিন। উনিই স্বচ্ছ ভারত অভিযানের (Swachh Bharat Abhiyan) আসল দূত। তিনি কোনও কিছুর প্রত্যাশা না করেই যে কাজ করছেন তা পঞ্চায়েত ও পুরসভাগুলির করা উচিত।’

Scroll to load tweet…

কোথায় এই ঘটনা?

এই ঘটনা কোথায় ঘটেছে, তা এখনও জানা যায়নি। তবে এই উড়ালপুল দেখে মনে হচ্ছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কোনও জায়গা। বহু মানুষ এই বাইক চালকের দায়িত্ববোধ এবং সমাজের প্রতি কর্তব্যে মুগ্ধ। সবাই তাঁর প্রশংসা করছেন। সবারই আশা, অন্যদের মধ্যেও এই দায়িত্ববোধ দেখা যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।