সংক্ষিপ্ত

লোকসভা নির্বাচন মিটে যাওয়ার পরেও মণিপুরে অশান্তি মিটছে না। নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্য। ফলে ফের ঘরছাড়া হয়েছেন বহু মানুষ।

কিছুদিন সাময়িকভাবে শান্ত থাকার পর ফের উত্তপ্ত হয়ে উঠল মণিপুর। শনিবার মণিপুরের জিরিবামে পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দিল জঙ্গিরা। বেশ কয়েকটি বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে জনসন নামে একটি হ্যান্ডলে লেখা হয়েছে, 'গত ২ দিন ধরে জিরিবামে হামলা চালিয়ে যাচ্ছে কুকিরা। কয়েকটি গ্রাম দখল করে আগুন ধরিয়ে দিয়েছে কুকিরা। বেশ কয়েকজন মেইতেই যুবক নিজেদের গ্রাম রক্ষা করার চেষ্টা করেন। তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না। অপদার্থ ভারতীয় সেনাবাহিনী জীবন ও সম্পত্তি রক্ষা করতে ব্যর্থ হয়েছে।' মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন এই ব্যক্তি।

মধ্যরাতে পুলিশ ফাঁড়িতে হামলা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে ১২টা নাগাদ বরাক নদীর পাশে ছোটোবেকরা অঞ্চলে জিরি পুলিশ ফাঁড়িতে হামলা চালায় জঙ্গিরা। গভীর রাতে অন্ধকারের সুযোগ নিয়ে লামটাই খুনু ও মোধপুরেও হামলা চালায়। বেশ কয়েকটি বাড়ি পুড়িয়ে দিয়েছে জঙ্গিরা। তবে মোট কতগুলি বাড়ি পুড়ে গিয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানী ইম্ফল থেকে জিরিবামে নিয়ে গিয়ে কম্যান্ডো মোতায়েন করেছে মণিপুর পুলিশ। শনিবার সকাল থেকে জঙ্গিদের দমন করার জন্য অভিযান শুরু করেছে নিরাপত্তাবাহিনী।

 

 

বহু মানুষকে উদ্ধার প্রশাসনের

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জিরিবাম জেলার বিভিন্ন গ্রাম থেকে ২৩৯ জন গ্রামবাসীকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। যাঁদের উদ্ধার করা হয়েছে তাঁদের মধ্যে বেশিরভাগই মহিলা ও শিশু। তাঁদের জিরি শহরে স্পোর্টস কমপ্লেক্সে রাখা হয়েছে। জঙ্গিরা এক ব্যক্তিকে খুন করার পর নতুন করে হিংসা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে প্রশাসন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ফের উত্তপ্ত মণিপুর, তিন কুকিকে অপরহরণ মেইতেইদের-উদ্ধার এক মহিলার দেহ

স্বাধীনতা দিবসে কুকিদের প্রতিবাদ, ২ দশকের নিষেধাজ্ঞা ভেঙে সিনেমা দেখিয়ে মণিপুর সরকারকে চ্যালেঞ্জ

মণিপুরের হিংসা থামাতে চায় না কেন্দ্র, মোদী চান মণিপুর জ্বলুক- কড়া ভাষায় প্রধানমন্ত্রীকে আক্রমণ রাহুল গান্ধীর