অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় শোক প্রকাশ করে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। 

অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্টের ঘটনায় শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী। শনিবার নিজের এক্স হ্যান্ডেলে বিশেষ বার্তা দিলেন তিনি। ঘোষণা করলেন আর্থিক সাহায্যের কথা।

প্রধানমন্ত্রী লেখেন, অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্টের ঘটনায় আমি মর্মাহত। যারা এই দুর্ঘটনায় পরিজনদের হারিয়েছেন তাঁদের সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। … যারা দুর্ঘটনা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিজনদের প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে অর্থ সাহায্য করা হবে। পাশাপাশি আহতদের ৫০ হাজার টাকা করে সাহায্য করা হবে।

Scroll to load tweet…

প্রসঙ্গত, শনিবার অন্ধ্রপ্রদেশের কাসিবুগ্গা ভেঙ্কটেশ্বর মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনায় জখমের সংখ্যাও প্রচুর। তবে এখনও পর্যন্ত সঠিক কারণ জানা যায়নি। সূত্রের খবর, শনিবার পুজো দেওয়ার সময় ঘটনাটি ঘটে অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রীকাকুলামের শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে। পদদলিত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান অন্তত ১২ জন। এদিকে তীর্থস্থানে পূর্ণ্যার্থীদের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন.চন্দ্রবাবু নাইডু।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু এই ঘটনাটিকে “অত্যন্ত মর্মান্তিক” বলে উল্লেখ করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি বলেন, “এই দুঃখজনক ঘটনায় প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক। মৃতদের পরিবারের প্রতি আমি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।” নাইডু বলেন, “আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহতদের সর্বোত্তম চিকিৎসা সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের গোটা পরিস্থিতি তদারকি করার অনুরোধ করেছি।”

রাজ্যের শিক্ষা ও আইটি মন্ত্রী নারা লোকেশ ঘটনাটিকে “চরম মর্মান্তিক” বলে উল্লেখ করেছেন। লিখেছেন, “কাশিবুগ্গা ভেঙ্কটেশ্বর মন্দিরে একাদশীর দিনে ঘটে যাওয়া পদপৃষ্টের ঘটনায় বহু ভক্তের মৃত্যু গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারগুলোর প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।” এবার শোক প্রকাশ করলেন খোদ প্রধানমন্ত্রী।