- Home
- West Bengal
- West Bengal News
- ফেব্রুয়ারিতেই লক্ষ্মীর ভাণ্ডার আর ডিএ নিয়ে বড় ঘোষণা! বাজেটে প্রত্যাশার সুর চড়ছে
ফেব্রুয়ারিতেই লক্ষ্মীর ভাণ্ডার আর ডিএ নিয়ে বড় ঘোষণা! বাজেটে প্রত্যাশার সুর চড়ছে
- FB
- TW
- Linkdin
রাজ্য বাজেট
আর মাত্র কয়েক দিন পরেই রাজ্য সরকার পেশ করবে বাজেট। শোনা যাচ্ছে চলতি বছর বাজেট পেশ হতে পারে ১২ ফেব্রুয়ারি। যদিও সরকার এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি।
বাজেট পেশ
রাজ্য সরকারের পক্ষ থেকে বাজেট পেশ করতে পারেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফর থেকে ফিরলেই বাজেট অধিবেশন নিয়ে ঘোষণা করা হতে পারে।
শেষ পূর্ণাঙ্গ বাজেট
এই বছরই তৃতীয় মেয়াদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। কারণ আগামী বছর বিধানসভা নির্বাচন। তাই অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হবে।
আশা জনমুখী প্রকল্প নিয়ে
বর্তমানে রাজ্য সরকার ৩৭টি জনমুখী প্রকল্প চালায়। তাই সেই প্রকল্পগুলিতে আর্থিক বরাত বৃদ্ধি ও উপভোক্তাদের সংখ্যা বৃদ্ধি করা হবে কিনা তাই নিয়েও জল্পনা চড়ছে।
লক্ষ্মীর ভাণ্ডার
রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। বর্তমানে এই প্রকল্পে সাধারণ শ্রেণির মহিলারা ১০০০ টাকা পান। আগামী দিনে টাকার অঙ্ক আরও বাড়তে পারে বলেও শোনা যাচ্ছে। বাজেটে এই নিয়ে ঘোষণা থাকতে পারে বলেও আশা করছেন মহিলারা।
লক্ষ্মীর ভাণ্ডার
রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। বর্তমানে এই প্রকল্পে সাধারণ শ্রেণির মহিলারা ১০০০ টাকা পান। আগামী দিনে টাকার অঙ্ক আরও বাড়তে পারে বলেও শোনা যাচ্ছে। বাজেটে এই নিয়ে ঘোষণা থাকতে পারে বলেও আশা করছেন মহিলারা।
আশা করার কারণ
লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দ্বিগুণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। আর সেই কারণে বিধানসভা ভোটের আগে এই প্রকল্পের টাকা বৃদ্ধি করে ২০০০ টাকা করা হতে পরে বলেও অনুমান করা হচ্ছে। যদিও জল্পনা অনুদানের টাকা ৩০০০ হাজার করা হতে পারে।
ডিএ বা মহার্ঘ ভাতা
রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবি দীর্ঘ দিনের। যা নিয়ে মামলা চলছে। পাশাপাশি রাজ্য সরকারি কর্মীরা আন্দোলনও করেছেন। ভোটের কথা মাথায় রেখে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হতে পারে বলেও নবান্নে গুঞ্জন।
নবান্ন কী বলছে?
যদিও লক্ষ্মীর ভাণ্ডার বা ডিএ নিয়ে নবান্ন এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করেনি।
বিধানসভা অধিবেশনের অপেক্ষা
তাই বিধানসভায় বাজেট অধিবেশনেপ দিকেই তাকিয়ে রয়েছেন রাজ্যের সাধারণ মানুষ।